Jyotipriya Mallick News: ‘পার্থদার’ মুখ দেখতে নারাজ বালু! প্রেসিডেন্সির পয়লা বাইশের কানাঘুষো নিয়ে চর্চা – jyotipriya mallick reportedly did not want to meet partha chatterjee at jail


রেশন বণ্টন দু্র্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন কয়েকদিন আগেই। কালীপুজোর দিন আদালতের নির্দেশের পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। সংশোধনাগারের ‘ভিআইপি’ ওয়ার্ড পয়লা বাইশের সাত নম্বর সেলে জ্যোতিপ্রিয়কে রাখা হয়েছে বলে জেল সূত্রে খবর। আর এই ওয়ার্ডেই রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলার গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা। কিন্তু, ‘এত কাছাকাছি’ থেকেও কারও সঙ্গে দেখা করতে চাননি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সূত্রের খবর এমনটাই।

জানা গিয়েছে, পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, তাঁদের সঙ্গে দেখা করার বিষয়ে অনীহা প্রকাশ করেন জ্যোতিপ্রিয়। বরং তাঁর তরফে মোবাইল ফোনের জন্য বারবার আবেদন করা হয়, জানা যায় এমনটাই।

তাঁর ঠাঁই হয়েছে ৭ নম্বর সেলে। সূত্রের খবর, এই সেলের সামনে আনার পরেই জ্যোতিপ্রিয় মল্লিক চিৎকার করে ওঠেন। তিনি বলেন, “আমি রাজ্যের মন্ত্রী। এই সেলে থাকব? আমার শরীরের একটা অংশ পক্ষাঘাতগ্রস্থ। আমাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক।”

জেলে কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

এরপর দীর্ঘ সময় তাঁকে বোঝান সংশোধনাগারের কর্মীরা। তাঁর জন্য যে সংশ্লিষ্ট সেলই বরাদ্দ করা হয়েছে তাও বারংবার তাঁকে বোঝানো হয়। এরপর দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে তিনি সেলে থাকতে রাজি হন। তাঁকে দুটো কম্বলও দেওয়া হয় বলে জানা যাচ্ছে। কিন্তু, ডিনার নিয়ে ফের একবার অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। তাঁকে বলা হয় খাবার এসে গিয়েছে। এরপরেও তিনি তা মুখে তুলতে চাননি।

Jyotipriya Mallick Latest News : জ্যোতিপ্রিয়র আবদারের লম্বা ফিরিস্তি, ‘SSKM’ নাম জপ! নাজেহাল জেল কর্তৃপক্ষ
বরং বারংবার তিনি নিজের ওষুধ চান। কিন্তু, সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, খাবার না খেলে তাঁকে ওষুধ দেওয়া হবে না। এরপর খাবার নিয়ে তিনি দীর্ঘ টালবাহানা করেন। পরবর্তীতে রাতে তিনি খাবার খান।

প্রসঙ্গত, কালীপুজোর দিন সকালে কমান্ড হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি অসুস্থ। তাঁর কথায়, “বাম হাত এবং পা পক্ষাঘাতের মতো হয়েছে।” নিজেকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর দাবিও করেছেন তিনি। তাঁর গ্রেফতারির সময়ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায় এই মন্ত্রীকে।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় একাধিক নয়া তথ্য উঠে আসছে। জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক, আপ্ত সহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *