জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের দুর্দান্ত জয় পেয়েছে। বুধবার অনুষ্ঠিত ম্যাচটি ছিল অসাধারণ ব্যক্তিগত প্রতিভার প্রদর্শনী। সেখানে বিরাট কোহলি তার রেকর্ড-ব্রেকিং ৫০তম ওডিআই সেঞ্চুরি করেছেন এবং শ্রেয়াস আইয়ারও একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। যদিও, মহম্মদ শামির অসাধারণ বোলিং পারফরম্যান্স প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেয়নি। তিনি মাত্র ৫৭ রান খরচ করে সাত উইকেট তুলে নেন।
এই দুর্দান্ত পারফরম্যান্সে গোটা দেশ উচ্ছ্বসিত। শামির পারফরম্যান্সের উপর ভরসা করে ১২ বছর পরে ফের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। এই উচ্ছাসের মাঝেই দেশজোড়া আনন্দে অক্সিজেন জুগিয়েছে বিভিন্ন মিম।
আরও পড়ুন: Rohit Sharma | IND vs NZ: ‘যদি ৩০-৪০ রান কম করতাম তাহলে…’ দল ফাইনালে, কী বলছেন অধিনায়ক?
সেমিফাইনালে শামির পারফরম্যান্স নিয়ে মুম্বই এবং দিল্লি পুলিসের ট্যুইটার যুদ্ধ এই আনন্দে আলাদা মাত্রা যোগ করেছে। এই জিনিস শুরু হয় যখন দিল্লি পুলিস ট্যুইটারে মুম্বই পুলিসকে পরামর্শ দেয় যে মুম্বই পুলিসকে মহম্মদ শামিকে মাঠে তার ‘আক্রমণের’ জন্য বুকিং করা থেকে বিরত থাকতে হবে।
মুম্বই পুলিস সমান বুদ্ধিমত্তার সঙ্গে এই বক্তব্যের উত্তর দেয়। তাঁরা লিখেছেন যে খেলার সঙ্গে শামিকে ‘অসংখ্য হৃদয় চুরি’ করার জন্য অভিযুক্ত করা হয়েছিল এবং অন্যান্য খেলোয়াড়দের প্রতি ইঙ্গিত করেছিল যারা আবেগ এবং দক্ষতার এই আনন্দদায়ক অপরাধে ‘সহ-অভিযুক্ত’ হিসাবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন: Mohammed Shami | IND vs NZ: একাই দেশকে বিশ্বকাপের ফাইনালে তুললেন, ইতিহাস লিখে যা বললেন শামি…
মুম্বইয়ের বিশেষ কমিশনার, দেবেন ভারতী, এতে যোগ দেন এবং একটি চতুর জবাবে তিনি দিল্লি পুলিসকে আশ্বস্ত করেন যে শামির কাজ তার ‘আত্মরক্ষার অধিকার’ এর মধ্যে ছিল।
মহম্মদ শামির ৭-উইকেট, একদিনের আন্তর্জাতিকে যেকোনও ভারতীয়দের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ ভারতের জন্য ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার ৫৭ রানে ৭ উইকেটের অসাধারণ পরিসংখ্যান এখন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি সোনালী অধ্যায়ে পরিণত হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)