Anis Khan Death Case : সিআইডি তদন্তে অসঙ্গতি, রায় পুনর্বিবেচনার আর্জি! ফের হাইকোর্টে আনিসের পরিবার – anis khan khan family re appeals to calcutta high court on cid west bengal probe verdict


হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। আনিস মৃত্যু এক বছরের বেশি সময় কেটে গেলেও এখনও ন্যায্য বিচার পায়নি পরিবার। এর মধ্যেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃত আনিসের পরিবার। আনিস মৃত্যু মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন আনিসের পরিবারের সদস্যরা। আগামী ১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

সিআইডি তদন্তে অনাস্থা পরিবারের

আনিস মৃত্যু মামলার তদন্ত করছে সিআইডি। পরিবারের তরফে আগে সিবিআই তদন্তের আর্জি জানানো হলেও তা খারিজ করে দেয় হাইকোর্ট। রায় পুনর্বিবেচনার আর্জিতে পরিবারের তরফে জানানো হয়েছে, তারা সিআইডি তদন্তের উপর ভরসা করতে পারছে না। রাজ্যের তদন্তকারী সংস্থার তদন্তে ত্রুটি রয়েছে বলেও দাবি পরিবারের।

ছাত্রনেতার মৃত্যুর পরই সিবিআই তদন্তের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছিলেন, এখনই এই মামলায় সিবিআই তদন্তের কোনও প্রয়োজনীতা নেই। সিআইডিকে তদন্তভার দেয় আদালত। সম্প্রতি এই মামলার তদন্তের পর চার্জশিট পেশ করেছে সিআইডি। রাজ্যের তদন্তকারী সংস্থার পেশ করা সেই চার্জশিট নিয়েই প্রশ্ন আনিসের পরিবারের। তাদের দাবি, চার্জশিটে অনেক অসঙ্গতি রয়েছে। সেই কারণ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে পরিবার। আদালত কী বলে সেদিকেই নজর থাকবে সকলের।

Calcutta High Court : পরিবারকে দেহ হস্তান্তর, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়! আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে নির্দেশ হাইকোর্টের
আনিসের মৃত্যু ও রাজনীতি

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশি অভিযানের মধ্যেই বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। আনিসের মৃত্যু স্বাভাবিক না তাঁকে খুন করা হয়েছিল সেই নিয়ে ওঠে প্রশ্ন। খোদ পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলে পরিবার। তাঁর পরিবারের দাবি, ছাদ থেকে পুলিশের লোকেরাই আনিসকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল।

আনিসে মৃত্যুর পর দিকে দিকে শুরু হয় সরকার ও পুলিশের বিরুদ্ধে আন্দোলন। এতে বামপন্থীদের সব থেকে বেশি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল। চাপের মুখে সিট গঠন করে তদন্তের নির্দেশ রাজ্য সরকার। কিন্তু সেই তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। আগামী দিনে আনিস মৃত্যু মামলা নতুন কোনও দিকে মোড় নেয় কি না, সেটাই এখন দেখার। পরিবারের আর্জি শোনার পর কলকাতা হাইকোর্ট কী বলে, সেদিকেও নজর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *