ট্যাটু থেকে চুলে রঙ, জেন ওয়াই থেকে জেন জেডের কাছে ইন থিং। ফ্যাশন ট্রেন্ডে মাতোয়ার যুব সমাজেই এই ফ্যাশন সেন্সে এবার হয়ে দাঁড়িয়েছে চাকরির পথে বাধা। ট্যাটুর কারণে চাকরি বাতিল হওয়ায় বিপদে কলকাতার যুবক। আধাসেনা তাঁর আবেদন খারিজ করতেই চাকরি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ যুবক। সমস্ত সওয়াল শুনে সিদ্ধান্তের আগে কম্যান্ড হাসপাতালের রিপোর্ট চাইল আদালত।
Source link