Bardhaman News : ‘এক ঘণ্টার মধ্যে জ্বালিয়ে দেব…’, TMC নেতার মন্তব্যে বিতর্ক বর্ধমানে – purba bardhaman tmc block president has given controversial statement in a meeting


লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততোই রাজনৈতিক নেতাদের বক্তব্যের উত্তাপ বাড়ছে। একে অপরকে ‘হুমকি’র সুরে নিশানা করছেন। গত কয়েকদিনে উত্তপ্ত বাক্যবিনিময়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বর্ধমান জেলা। বদল নয়, ‘বদলার’ দাবি আগেই শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায়। এবার ভাতারের এক তৃণমূল ব্লক সভাপতির মুখে শোনা গেল ‘তৃণমূলকে আক্রমণ করলে জ্বালিয়ে দেব’ বলে হুঁশিয়ারি।

কী জানা যাচ্ছে?

শনিবার পূর্ব বর্ধমানের ভাতাড় বাজারে সিপিএমের ইনসাফ যাত্রার পালটা হিসাবে তৃণমূল কংগ্রেসের মিছিল শেষে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘বদল নয়,এবার বদলা চাইবো।’ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশের হুমকি, ‘একটা তৃণমূল কংগ্রেসের কর্মী যদি আক্রান্ত হয়,তাহলে এক ঘন্টার মধ্যে সেখানে জ্বালিয়ে দেবো।’

কী বললেন ব্লক সভাপতি?

রবিবার দুপুরে ভাতারের সাহেবগঞ্জে ব্লক তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাসুদেব যশ। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে বাসুদেব যশ জানান, সহ্যের একটা সীমা আছে। অনেক সহ্য করেছি। আমি তিন তিনবার এই সাহেবগঞ্জের বুকে মার খেয়েছি। আমিও কোনরকমে প্রাণে বেঁচেছি। আমরা মানুষের সঙ্গে আন্তরিক ভাবে মেলামেশা করি ও করব। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সাহেবগঞ্জ অঞ্চলে ও ভাতাড় ব্লকের বেশ কয়েকটি জায়গা উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি উত্তপ্ত মেনে নেব না।
এখানেই থেমে থাকেননি তৃণমূল ব্লক সভাপতি। তিনি আরও জানান, আমরা জানি কী ভাবে তাঁদের ঠাণ্ডা করতে হয়। আমাদের বিধায়ক বলেছেন আমরা রাস্তায় আছি। কোথাও অশান্তি, দাঙ্গা চাই না। এরপরেই তিনি বলেন, ‘৩৪ বছর ধরে লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছি। আমরা শান্তি চাই। কিন্তু কেউ অশান্তি করলে তার ওষুধ আমাদের জানা আছে। আমরা সেই ওষুধ প্রয়োগ করবো।’

Uttarakhand Tunnel Collapse Update : ঝড়ের গতিতে হয় কাজ, উত্তরাখণ্ডে শ্রমিকদের উদ্ধারে ব্যবহৃত পাইপ গেল বর্ধমান থেকে
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ‘ইনসাফ যাত্রা’ হয় ভাতারে। তার প্রতিবাদে শনিবার বিকেলে বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে মিছিল করা হয়। সেখানে তিনি বলেন, এবার আর বদল নয়, বদলা চাইব। উল্লেখ্য, দুদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একটি সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সুর চড়িয়েছিলেন বিরোধীদের উদ্দেশে। তাঁকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল ৪ জনের বদলে ৮ জনকে জেলে ঢোকাবেন। এরপর সেই সুরেই কার্যত সুর মেলান ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *