Cash Recover: আরও এক তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার, গুনেই চলেছে সিবিআই – cbi found huge cash from trinamool congress mla jafikul islam home


ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোড়া তোড়া নোট উদ্ধার হল রাজ্যে। এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ হিসেবে নাম উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল।

এরই মধ্যে বৃহস্পতিবার ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এদিন সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছিল CBI। এখনও পর্যন্ত পাঁচ লাখ টাকা গোনা সম্পন্ন হয়েছে। এই টাকা গোনা আরও চলছে। সূত্রের খবর, পাঁচ লাখ টাকা পর্যন্ত গোনা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিনও। এখনও পর্যন্ত তিনটি মেশিনে টাকা গোনার কাজ চলছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, একই দিনে মুর্শিদাবাদের দু’জায়গায় সিবিআই তল্লাশি চালায়। এদিন বড়ঞা ও ডোমকলে হানা দেয় দুটি দল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজর ছিল ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের উপর। তাঁর বাড়িতে যান তদন্তকারীরা।

জানা গিয়েছে, জাফিকুলের দুটি কলেজ রয়েছে। তাঁর সম্পত্তি, আয় এবং যাবতীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *