এই সময়: গরমের সময়ে যাতে সল্টলেকের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা না হয়, সে লক্ষ্যে এখনই প্রস্তুতি শুরু করেছে বিধাননগর পুরনিগম। সরকারি সূত্রে খবর, জল সরবরাহ বিভাগের আধিকারিকদের সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে – গরমে পানীয় জলের চাহিদা বাড়বে। সে কথা মাথায় রেখে ড্রিঙ্কিং ওয়াটারের পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে জল অপচয় বন্ধে জোর দিতে হবে এখন থেকে।

এর বাইরেও যে সব জায়গায় জলের ফোর্স কম, সেই এলাকাগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। কেন এই সমস্যা, খুঁজে বের করতে হবে তা-ও। যেখানে সমস্যা রয়েছে, সেখানে পানীয় জলের লাইন মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কোন কোন ওয়ার্ডে গরমে জলের চাহিদা অন্যান্য এলাকার তুলনায় বেশি থাকে, তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। এ বার পানীয় জলের গাড়ির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে পুরনিগম।

Kolkata Drinking Water Supply : কলকাতায় ১৮ ওয়ার্ডে ২৪ ঘণ্টা পানীয় জল বন্ধ, তারিখ জানাল পুরসভা
এমনিতে সল্টলেকে দিনে গড়ে ১০০ লক্ষ গ্যালন জলের প্রয়োজন থাকলেও গরমের সময়ে তা পৌঁছে যায় ১৩৫-১৪০ লক্ষ গ্যালনে। এর মধ্যে ৭৫ লক্ষ গ্যালন জল আসে টালা-পলতা থেকে। এ ছাড়া রয়েছে নিজস্ব জলাধার। কিন্তু জল অপচয়ের জেরে সমস্যা দেখা দেয় এপ্রিল-মে মাসে। এ বার সেই সঙ্কট এড়াতে এখন থেকেই জল অপচয় বন্ধে প্রচার শুরু হয়েছে সল্টলেকে। চলছে লাইন মেরামতির কাজও। মেয়র পারিষদ (জল) তুলসী সিনহা রায় বলেন, ‘গরমে জলের সমস্যা হলে তা সামাল দেওয়ার মতো বন্দোবস্ত আমাদের আছে। তবু এ বার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version