Cyclone Michaung Live: ধেয়ে আসছে সাইক্লোন মিগজাউম, কলকাতা সহ ১১ জেলায় ‘দুর্যোগ’ – south bengal 11 districts will be impacted by cyclone michaung witness rainfall


শীতের সময় ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে তা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং নেল্লোরের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে পারে। আর এর সরাসরি কোনও প্রভাব বাংলার উপর না পড়লেও হালকা ছাপ ছাড়তে চলেছে এই সাইক্লোন। কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত? ঠিক কী জানা যাচ্ছে?
অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও নেল্লোরের মাঝামাঝি জায়গা দিয়ে ল্যান্ডফল হতে পারে মিউজাউমের। এর প্রভাবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও একাধিক জায়গায়। সেগুলি হল – কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা। এছাড়াও ৭ ডিসেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ক্ষেত্রে রাজ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। আর সেই কারণেই ডিসেম্বরের প্রথম সপ্তাহেও সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের শুরুর দিকে সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ঘূর্ণিঝড় মিগজাউম প্রবল শক্তি নিয়ে মঙ্গলবার ল্যান্ডফল করতে চলেছে। কিন্তু, এর সরাসরি কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। তবে পরোক্ষ প্রভাবের জেরে কলকাতায় আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রির কাছাকাছি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।

কলকাতার আকাশ মেঘলা, কোথায় তুমুল দুর্যোগের পূর্বাভাস?


কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মিগজাউমের ঠিক কী প্রভাব?
মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ থাকবে মেঘলা। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে কিছুটা উন্নতি হবে আবহাওয়ার। মঙ্গলবার ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে কিছু জেলা। আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই কম।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেখানে মনোরম থাকবে আকাশ। তবে জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও শীত শীত ভাব থাকবে। পাহাড় এই সময় পর্যটকদের কাছে অত্যন্ত মনোরম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *