অর্ণবাংশু নিয়োগী: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনকে রীতিমতো তুলোধনা করলেন বিচারপতি দেবাংশু বসাক। তাঁর প্রশ্ন, ‘হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কেন ভিন্ন অবস্থান? কীসের ভিত্তিতে এই ভিন্ন অবস্থান’? ১ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হল কমিশনকে।
আরও পড়ুন: Manik Bhattacharya: আংটি, মাদুলি ফিরে পেতে মরিয়া মানিক!
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলাই হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ৬ মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে। কীভাবে? হাইকোর্টে গঠিত হয়েছে ডিভিশন বেঞ্চ।
SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি, SLST আর নবম-দশম একাদশ-দ্বাদশ মামলার শুনানি শুরু হল বিচারপতির দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আজ, মঙ্গলবার ছিল শুনানির প্রথমদিন। কমিশনের আইনজীবীকে বিচারপতি বসাক বলেন, ‘একজন দুর্নীতির চেষ্টা করেছে, তা বলে আপনারাও দুর্নীতির ছাড়পত্র পেয়ে যাবেন, এমনটা ভাববেন না’।
এর আগে, হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কমিশন জানিয়েছিল, তারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বেআইনি চাকরিপ্রাপকদের সুপারিশপত্র প্রত্যাহার করেছে। এরপর সু্প্রিম কোর্টে যখন একই মামলা শুনানি হয়, তখন কমিশন জানায়, হাইকোর্টের চাপেই সুপারিশপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তারা। কেন এই ভিন্ন অবস্থান? কমিশনকে হলফনামা দিয়ে কারণ জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সময়সীমা ৭ দিন।
আরও পড়ুন: ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন!’ মঞ্চ মাতালেন দিনরাত স্টেথো-ছুরি-কাঁচি ধরা মানুষগুলো…
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘আগে তো শুনছিলাম শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপরে এলেন সিনহা, এখন তো আরেকজন বিচারপতির নাম বলছে। আসলে তৃণমূল কংগ্রেস যে সরকার পরিচালনা করেছে,সেটা কার্যত কোনও রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। গোটা শিক্ষা জগতটাকে খোলা বাজার বানিয়ে দিয়েছে। অবাধে কেনা-বেচা চলেছে। মেধা প্রতারিত হয়েছে’।
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, ‘যেন মনে হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অনেকটা ধরা পড়ে গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনেরটা ধরা পড়ে গিয়েছে, বেশ কয়েকজন জেলে আছে। বাকীদের জন্য সব দুর্নীতিতে ছাড়। এইরকম এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে যে তৈরি হয়েছে, নবান্ন পর্যন্ত যেভাবে যুক্ত হয়ে যাচ্ছে, কোর্টের বলা ছাড়া কোনও উপায় নেই। লোককে দেখতে পাচ্ছে’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)