কবে চালু হবে হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল?
বুধবার সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় ক্রিসমাস কার্নিভ্যাল। কিন্তু, এরপরেই এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ড. সুজয় চক্রবর্তী জানিয়েছেন, রাজ্যের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেই কার্নিভ্যাল আবারও চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টো থেকে ফের অনুষ্ঠানে মাততে পারবেন সাধারণ মানুষ।
পাশাপাশি নতুন করে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে।
কী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এদিন প্রশাসনিক বৈঠকে যাওয়ার পথে ডুমুরজোলা হেলিপ্যাডে সাংবাদিকদের প্রশ্নর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কার্নিভ্যাল হবে। যাঁরা এই কাজ করেছে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আজ থেকেই কার্নিভ্যাল শুরু হবে। গোটা ঘটনাটি খতিয়ে দেখবেন অরূপ বিশ্বাস। দু’জনকে ঘটনায় আটক করা হয়েছে। এই ধরনের বিষয় কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।’
ঠিক কী নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল?
চলতি বছর প্রথমবার হাওড়ায় ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হয়। আয়োজক ছিল হাওড়া পুরসভা। থিম সং গেয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু, বুধবার রাত আচমকাই ছন্দপতন। পার্কিং ফি নিয়ে বাধে বিপত্তি।
শিবপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক মনোজ তিওয়ারির দাবি ছিল দর্শকদের জন্য যে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখান পার্কিং ফি বাবদ ঘণ্টায় ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আর তা নিয়েই বাধে গোল।
পার্কে প্রবেশ মূল্য পাঁচ টাকা, কার্নিভ্যালে অনুষ্ঠানে এত টাকা নেওয়া নিয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি মনোজ তিওয়ারির কান পর্যন্তও যায়। অভিযোগ, তাঁর অনুগামীরা এরপর ঝামেলা করেন। সুজয় চক্রবর্তীকেও আটকে রাখার অভিযোগ ওঠে।
তিনি বলেছিলেন, ‘এখানে পার্কিংয়ের কোনও সমস্যা নেই। যেহেতু সমস্যা অল্প হয়েছে তাই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।’ উৎসবে আচমকাই ছন্দপতন কান পর্যন্ত পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই তিনি হাওড়া কার্নিভ্যাল চালু করার জন্য নির্দেশ দেন। ফের আজ থেকে কার্নিভ্যাল উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।