তবে আজকের ব্রিগেড সমাবেশে বক্তা থাকবেন কারা? তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণের ঝাঁঝ উঠবে কাদের বক্তৃতা থেকে? DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় অবশ্যই এই সমাবেশের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও যুব সংগঠন সূত্রে জন গিয়েছে, যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য মঞ্চে বক্তৃতা রাখবেন। এছাড়া সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীক উর রহমান, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত, প্রাক্তন যুব নেতা আভাস রায়চৌধুরীর বক্তব্য শোনা যাবে এদিনের সমাবেশ থেকে। যুবনেতা শতরূপ ঘোষের বক্তৃতা শোনা যেতে পারে এদিনের সমাবেশ থেকে।
শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা,পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন,সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ইতিমধ্যে মিছিলে লোক জড়ো হতে শুরু করেছে। প্রত্যেকটি মিছিল ব্রিগেডের দিকে অগ্রসর হচ্ছে। এদিনের সভা থেকে আগামী লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে দিতে পারে বামেদের যুব সংগঠন বলেই মনে করা হচ্ছে।
২,২০০ কিলোমিটার পথ যাত্রার পর রবিবার ব্রিগেডে মহা সমাবেশের ডাক দিয়েছে DYFI। এদিনের সভায় উপস্থিত কর্মী, সমর্থকদের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার জন্য শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে যান মীনাক্ষীরা। তাঁদেরকে ভালো ব্রিগেড হবে বলেও জানান বুদ্ধুদেব ভট্টাচার্য। সেই বার্তাও এদিন মঞ্চ থেকে তুলে ধরা হবে। তবে আজকে ময়দান ভরানোটা ডিওয়াইএফআইয়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে সিপিএমের তরফে দাবি করা হয়েছে, মানুষ স্বতস্ফূর্ত ভাবে এদিনের সমাবেশে যোগ দেবেন।