পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ি কোচবিহারের বক্সিরহাটে পৌঁছল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট জোড়াই মোড়ে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ অন্যান্য নেতা নেত্রীরা। রাহুল গান্ধীর কনভয় বাংলায় পৌঁছতেই হাজার হাজার কর্মীদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। বৈরাতি নৃত্যের মধ্যে দিয়ে স্বাগত জানান হয় রাহুল গান্ধীকে।

এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন,’পশ্চিমবঙ্গে এসে খুবই ভাল লাগছে। আমরা এখানে আপনাদের কথা শুনতে এসেছি। আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমায় এত ভালোভাবে স্বাগত জানানোর জন্য পশ্চিমবঙ্গের নেতা কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। ন্যায় শব্দ যুক্ত করা হয়েছে। কারণ দেশে অন্যায় হচ্ছে। দেশে বিজেপি- আরএসএস ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, অন্যায় ছড়াচ্ছে। সেই কারণে ইন্ডিয়া জোট একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চলেছে। আপনাদের সবাকে ধন্যবাদ।’

প্রদেশ কংগ্রেস সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ি আজ কোচবিহারে একাধিক কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। এদিন আলিপুরদুয়ারের ফালাকাটা পর্যন্ত যাবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। এরপর ২৬ ও ২৭ তারিখ বিশ্রাম রয়েছে। ২৮ তারিখ ফালাকাটা থেকেই ফের শুরু হবে ব়্যালি। ২৯ তারিখ কিষাণগঞ্জ হয়ে বিহারে ঢুকবে এই যাত্রা। আবার ফেব্রুয়ারির শুরুতে ১ এবং ২ তারিখ মালদা ও মুর্শিদাবাদে ঢুকবে রাহুলের ব়্যালি।

এদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয় লক্ষ্য করে কোচবিহারে বিক্ষোভ। এদিন রাহুল গান্ধীর কনভয় যখন বক্সিরহাট থেকে কোচবিহারের দিকে এগোয়, সেই সময় জোড়াই মোড়ে কোচবিহার নাগরিক বৃন্দের ব্যানারে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাকে তাঁরা নৈতিক ভাবে সমর্থন জানালেও অধীর চৌধুরী যে জোট বিরোধী কথা বলছেন তার বিরুদ্ধেই এই বিক্ষোভ।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version