বনগাঁ ১ নম্বর রেলগেট হয়ে চলে গিয়েছে যশোর রোড। এই যশোর রোডের উপর দিয়েই গিয়েছে বনগাঁ রানাঘাট রেল লাইন। ভারী যানবাহন ও ট্রাকের চাপে কার্যত রেললাইন বিপজ্জনক অবস্থায় আছে। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এবার বিজ্ঞপ্তি দিয়ে রেললাইন মেরামতি দিন ও সময় জানিয়ে দেওয়া হল। এই সময় বন্ধ থাকবে রেলগেট। ফলত যানবাহন চলাচলও বন্ধ থাকবে। রেলের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে ১১ তারিখ থেকে ১৪ তারিখ রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত রেলগেটে লেভেল ক্রসিংয়ের গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ থাকবে রেলগেট। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই চিন্তায় ব্যবসায়ীমহল থেকে সাধারণ মানুষ। রাতে গাড়িতে করে পণ্য নিয়ে যাওয়া ও আসার থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। যদিও বিকল্প রাস্তা হিসাবে ২ নম্বর গেট হয়ে যশোর যাওয়া যাবে। তবে বড় গাড়ির ক্ষেত্রে তা কার্যত অসম্ভব বলেই মনে করছেন স্থানীয়রা।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অনেক অসুবিধায় পড়তে হবে। সাধারণ মানুষ, যানবাহন, বাস, টোটো, প্রতিটা মানুষেরই অসুবিধা হবে। যাতে অসুবিধা না হয় মানুষে সেই ব্যবস্থা করতে হবে।’ অপর এক ব্যক্তি বলেন, ‘রেলগেট ঠিক করা তো অবশ্যই দরকার। সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, নয়তো ঠিক হবে না। যাতে তাড়াতাড়ি কাজটা হয়, সেটা দেখতে হবে । সমস্যা হবে, তবে সবাইকে মানিয়ে নিতে হবে। এখানে একটা ওভার ব্রিজ করলে সবচেয়ে ভাল হত। কবে ওভারব্রিজ হবে সেটা সরকার জানে।’
অন্য এক ব্যক্তি বলেন, ‘সাধারণভাবে আমরা যা দেখি, সামান্য গাড়ি আটকে গেলেই এই জায়গায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেক্ষেত্রে পরপর ৩-৪ দিন এমন চলছে সমস্যা তো হবেই। মাঝেমঝ্যেই এই গেটে লক সিস্টেম খারাপ হয়ে যায়। তবে বন্ধ করে কাজ করলে অনেক সমস্যা হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে।’