Hrithik Roshan: ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, ‘অসুস্থ’ ফাইটার!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমদিবসের দিনে হৃতিকের একি ছবি! ফাইটার অভিনেতার ইনস্টাগ্রামে সেলফি দেখে হতবাক সকলে। হঠাৎ কী এমন হল? পেশির সমস্যায় ভুগছেন হৃতিক রোশন। তাঁর সমস্যায় এতটাই গুরুতর যে, ক্রাচ ছাড়া হাঁটতেই পারছেন না অভিনেতা। ক্রাচ ধরে তার একটি ছবি শেয়ার করেছেন এবং কীভাবে তিনি পেশীর যন্ত্রণায় ভুগছেন তারও বিবরণ দিয়েছেন তিনি। 

আরও পড়ুন, Oti Uttam: ফিরে এলেন উত্তম! সৃজিতকে বললেন, ‘আমি রাজা হতে আসিনি’…

সদ্য মুক্তি পেয়েছে হৃত্বিক-দীপিকা অভিনীত ছবি ফাইটার। বক্স অফিসে ধুন্ধুমার করতে না পরালেও মোটামুটি ব্যবসা করছে ছবিটি। এসবের মধ্যেই অসুস্থ অভিনেতা। ইনস্টাগ্রামে মিরর সেলফিতে ক্রাচে হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাসলে চোটের জন্যই এই অবস্থা হয়েছে বলে জানান সুপারস্টার হৃত্বিক রোশন।  ছবির পাশাপাশি, হৃতিক পুরুষদের ক্রাচ ধরে রাখা বা হুইলচেয়ারে বসতে ঘৃণা পোষণ করার বিষয়ে একটি দীর্ঘ নোটও লিখেছেন তিনি। 

কোমরে রয়েছে সাপোর্ট বেল্ট। এদিন এই ছবি শেয়ার করে কীভাবে পুরুষদের অসুস্থ বোধ করার সময় প্রকাশ না করার শর্ত দেওয়া হয় তা লিখেছেন তিনি। পোস্টে হৃতিক লেখেন, ‘শুভ মধ্যাহ্ন। আপনাদের মধ্যে ক’জনের হুইলচেয়ার বা স্ক্র্যাচের প্রয়োজন হয়েছে?  কেমন অনুভূত হয়েছিল আপনার? আমি আমার ঠাকুরদাকে দেখেছি। শারীরিক কষ্ট রয়েছে। তবু হুইলচেয়ারে বসবেন না।’

তিনি আরও লেখেন, ‘ভয় এবং বিব্রতবোধ লুকানো র জন্য তাকে কতটা শক্তিশালী হতে হয়েছিল, তা দেখে আমাকে খুব খারাপ লেগেছিল তখন। আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি। আমার বাবাকেও দেখেছি, এক রকম জেদ করতে। ইমেজ ঠিক রাখতে আমরা নিজের ব্যথা, বেদনা, বলা ভালো আসল জীবনকে গোপন রেখে দিই।’ তবে হৃতিকের মতে, নিজেদের শক্তিশালী প্রমাণ করতে এটা প্রত্যাখ্যান করাটা মূর্খতা। 

আরও পড়ুন, Shah Rukh Khan: কাতার থেকে ভারতীয় নৌসেনা অফিসারদের মুক্তির জন্য শাহরুখের দ্বারস্থ মোদী?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *