লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ‘নবীন -প্রবীণ’ সংঘাত অস্বস্তি বাড়িয়েছিল। যদিও, তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দেন, দলের অন্দরে মতানৈক্য থাকতে পারে, তবে এরকম কোনও ‘দ্বন্দ্ব’নেই। প্রবীণ এবং নবীন উভয় শিবিরকে সমান গুরুত্ব দিয়েই এগিয়ে চলবে দল, এমনটাই প্রমাণ করল প্রার্থী তালিকাও?ব্রিগেড সমাবেশ থেকেই রাজ্যের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেটিকে পর্যালোচনা করলে দেখা যায়, দলের প্রবীণতম, অভিজ্ঞ সাংসদ যেমন লড়াইয়ের ময়দানে, তেমনই তরুণ মুখের উপরেও ভরসা দেখিয়েছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিক থেকে উঠতি নেতা, সবারই স্থান হয়েছে লোকসভার লড়াইয়ের রণ বাহিনীতে।

তৃণমূল কংগ্রেসের সর্ব কনিষ্ঠ প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য। বয়স সবে ২৭ পেরিয়েছে। তমলুক লোকসভা কেন্দ্র থেকে এবার লড়বেন তিনি। অন্যদিকে, নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, শত্রুঘ্ন সিনহার বর্তমান বয়স ৭৭। পাশাপাশি, সৌগত রায়ের বয়স বর্তমানে ৭৬ বছর। নিজের আসন দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সৌগত রায়। নবীনদের মধ্যে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে শর্মিলা সরকার-এর মতো প্রার্থীকে এবারে লোকসভায় লড়াইয়ের জন্য বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রবীণদের মধ্যে সৌগত রায় ছাড়াও রয়েছেন আরেক প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, কোচবিহার থেকে রয়েছেন জগদীশ বসুনিয়া, বালুরঘাট বিপ্লব মিত্র।

মহিলা থেকে সংখ্যালঘু মুখ, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি থেকে তারকা প্রার্থী প্রতিটি দিক ভেবেই তৈরি করা হয়েছে এই প্রার্থী তালিকা। সেখানেও বয়সের ভারে একদিকে হেলে নেই প্রার্থী চয়নের দাঁড়িপাল্লা। উল্টোদিকে, উত্তর থেকে দক্ষিণ সমস্ত একাধিক সামাজিক, পেশাগত ক্ষেত্রে প্রার্থীদের তুলে আনা হয়েছে এবারের লোকসভার লড়াইয়ের জন্য।

TMC Candidate List 2024 : মহিলা ভোটে বাড়তি নজর! লোকসভায় মমতার নারী বাহিনীতে জায়গা পেলেন কারা?
তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে রবিবার বেশ কিছু নতুন নজির তৈরি করে শাসক দল। তৃণমূলের ট্রাডিশন অনুযায়ী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিন বা তার একদিন পর প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রথা ভেঙে দিয়ে ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, ব্রিগেডের সভা মঞ্চেও ছিল বিরাট চমক। মঞ্চের সামনের অংশেই যে র‍্যাম্প তৈরি করা হয়, সেখান দিয়ে হেঁটে সমস্ত প্রার্থীদের সভায় উপস্থিত সমস্ত প্রার্থীদের পরিচয় পর্বের বিষয়টিও ছিল নতুন চমক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version