ট্রলি ব্যাগে দেহ
জানা গিয়েছে, শনিবার সকালে কারিগরি ভবনের পিছন দিকে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সেই ট্রলি ব্যাগ থেকে বের হচ্ছিল রক্ত। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। ব্যগটির মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পাওয়া যায়। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠান হয়েছে। ময়না তদন্তের পরেই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।
ব্যাগ থেকে পড়ছে রক্ত
স্থানীয় সূতের খবর, অন্যান্য দিনের মতো এদিন সকালেও কারিগরি ভবনের পিছন দিকে পাচুরিয়ায় কাজ করছিলেন সাফাই কর্মীরা। সেই সময় নালার মধ্যে একটি লাল রংয়ের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। তালাবন্ধ অবস্থায় পড়ে ছিল ব্যাগটি। সাফাই কর্মীরা ব্যাগটি তুলতে গিয়ে আঁতকে ওঠেন। দেখেন ট্রলি ব্যাগটি থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশের। খবর পেয়েই ওই জায়গায় পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। ট্রলি ব্যাগের তালা ভেঙে দেখা যায় ভিতরে রয়েছে একটি দেহ। মৃতদেহের পরনে ছিল টি শার্ট ও পাজামা।
দেহে একাধিক আঘাতের চিহ্ন
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধান নগর কমিশনারেটের ডিসি নিউটাউন জোন মানব সিংলা। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখে জানান, একটি অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। ব্যাগের মধ্যে ছিল দেহটি। কিছু কিছু আঘাতের চিহ্ন রয়েছে, তবে মৃত্য়ুর কী কারণ, বা আঘাতগুলি কেমন, সেই বিষয়গুলি ময়নাতদন্তের পরে জানা যাবে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় কোনও সিসি ক্যামেরা থাকলে তার ফুটেজ পরীক্ষা করে দেখা হবে। একইসঙ্গে ব্যক্তির পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে। তবে সকাল সকাল এমন একটি ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা এলাকায়।