রাজু বিস্তাকে বিজেপি প্রার্থী করার পরও নিজের দাবিতেই অনড় রয়েছেন তিনি। বিষ্ণুপ্রসাদ শর্মা জানিয়েছেন, রাজনীতির ময়দানে দেখা হবে। সূত্রের খবর, তিনি নির্দল হয়েও লোকসভা ভোটে লড়তে পারেন। তাতেই আশঙ্কার মেঘ দেখছে বিজেপি। এক্ষেত্রে ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
১০০ শতাংশ মানুষের মন যাতে জয় করতে পারি সেটাই আমার লক্ষ্য
রাজু বিস্তা
অন্যদিকে, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মঙ্গলবার শিলিগুড়িতে এসেছেন রাজু বিস্ত। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নামে তিনি। আগে থেকেই বিমানবন্দরে বিজেপির কয়েকশো কর্মী সমর্থকেরা তাঁকে স্বাগত জানাতে ভিড় করেন। সমতলের পাশাপাশি পাহাড় থেকেও বিজেপি কর্মী সমর্থকেরা এসেছিলেন।
রাজু বিস্তা বলেন, ‘কোনও কাঁটা নেই। যেদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে, সেদিনই জয় হয়ে গিয়েছে। জেতা আমার লক্ষ্য নয়। এবার ১০০ শতাংশ মানুষের মন যাতে জয় করতে পারি সেটাই আমার লক্ষ্য। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। ফের তাঁরা আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। অন্যদিকে, দার্জিলিং সাংগঠনিক জেলা সভাপতি কল্যাণ দেওয়ান জানিয়েছেন, আমরা অপেক্ষা করছিলাম রাজু বিস্তকে যাতে প্রার্থী করা হয়। এবারও দল জেলায় ভাল ফলাফল করবে। অন্যদিকে, এই কেন্দ্র থেকে এবার বিজিপিএম সমর্থিত প্রার্থীকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন আমলা গোপাল লামাকে দিয়েই এবার এই আসনটি নিজেদের দখলে আনতে তৎপর তৃণমূল কংগ্রেস।