Darjeeling Lok Sabha Election: দার্জিলিঙে নির্দল কাঁটা পদ্মের, রাজু বিস্তা বললেন, ‘জেতা নয়, আমার লক্ষ্য…’ – raju bista assured bjp will definitely win from darjeeling lok sabha


দার্জিলিং কেন্দ্রে প্রার্থী হিসেবে রাজু বিস্তাকে চেয়েছিল বিজেপির একাংশ। অন্যদিকে, তাঁকে প্রার্থী করায় বেঁকে বসেছেন কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে কি নির্দল কাঁটা বিদ্ধ করবে পদ্মকে? বিজেপি প্রার্থী রাজু বিস্তার দাবি, যেদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে, সেই দিনই জয় হয়ে গিয়েছে।জল্পনার অবসান ঘটিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে এবারও রাজু বিস্তার উপর ভরসা রেখেছে বিজেপি। কিন্তু ভোটের ময়দানে এবার তৃণমূল তো বটেই, দলের এক বিধায়ক কাঁটা হয়ে উঠছেন। এ নিয়ে বিজেপি দলের অন্দরেও চর্চা শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং এর সাংসদ ও এবারের প্রার্থী রাজু বিস্তার বিরোধী হিসেবেই পরিচিত কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার ভূমিপুত্রকে প্রার্থী করা হোক আগে থেকে সেই দাবিই তুলেছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা।

রাজু বিস্তাকে বিজেপি প্রার্থী করার পরও নিজের দাবিতেই অনড় রয়েছেন তিনি। বিষ্ণুপ্রসাদ শর্মা জানিয়েছেন, রাজনীতির ময়দানে দেখা হবে। সূত্রের খবর, তিনি নির্দল হয়েও লোকসভা ভোটে লড়তে পারেন। তাতেই আশঙ্কার মেঘ দেখছে বিজেপি। এক্ষেত্রে ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

১০০ শতাংশ মানুষের মন যাতে জয় করতে পারি সেটাই আমার লক্ষ্য

রাজু বিস্তা

অন্যদিকে, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মঙ্গলবার শিলিগুড়িতে এসেছেন রাজু বিস্ত। এদিন সকালে বাগডোগরা বিমানবন্দরে নামে তিনি। আগে থেকেই বিমানবন্দরে বিজেপির কয়েকশো কর্মী সমর্থকেরা তাঁকে স্বাগত জানাতে ভিড় করেন। সমতলের পাশাপাশি পাহাড় থেকেও বিজেপি কর্মী সমর্থকেরা এসেছিলেন।

Raju Bista : পাহাড়ে BJP-র আস্থা রাজুই, নাম ঘোষণা হতেই উদ্দাম নৃত্য দার্জিলিঙের বিধায়কের
রাজু বিস্তা বলেন, ‘কোনও কাঁটা নেই। যেদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে, সেদিনই জয় হয়ে গিয়েছে। জেতা আমার লক্ষ্য নয়। এবার ১০০ শতাংশ মানুষের মন যাতে জয় করতে পারি সেটাই আমার লক্ষ্য। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। ফের তাঁরা আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। অন্যদিকে, দার্জিলিং সাংগঠনিক জেলা সভাপতি কল্যাণ দেওয়ান জানিয়েছেন, আমরা অপেক্ষা করছিলাম রাজু বিস্তকে যাতে প্রার্থী করা হয়। এবারও দল জেলায় ভাল ফলাফল করবে। অন্যদিকে, এই কেন্দ্র থেকে এবার বিজিপিএম সমর্থিত প্রার্থীকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন আমলা গোপাল লামাকে দিয়েই এবার এই আসনটি নিজেদের দখলে আনতে তৎপর তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *