সিগন্যালিংয়ের সমস্যা পিছু ছাড়ছে না পূর্ব রেলের। বৃহস্পতিবার ফের সিগন্যালিংয়ের সমস্যার কারণে প্রভাবিত হল ট্রেন চলাচল। এবারও সেই শিয়ালদা ডিভিশন। পয়েন্ট ও সিগন্যালিং গোলযোগের জেরে দমদমে চক্ররেল চলাচলে প্রভাব পড়ে। যদিও পূর্ব রেলের তরফে জানান হচ্ছে বর্তমানে সেই সমস্যায় কেটে গিয়েছে। পরিষেবা এখন স্বাভাবিক।জানা গিয়েছে, এদিন পয়েন্ট ও সিগন্যালিংয়ের সমস্যার কারণে চক্ররেল পরিষেবার ওপরে প্রভাব পড়ে। এর জেরে কিছু ট্রেন দেরিতে চলাচল করে বলে অভিযোগ যাত্রীদের একাংশ। এক্ষেত্রে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বিকেল সাড়ে ৪টে নাগাদ বিভ্রাট হয়। যার জেরে চক্র রেলে প্রভাব পডে। তবে ৫টা ২০ নাগাদ তা ঠিকও হয়ে গিয়েছে বলে জানান কৌশিক মিত্র। এদিকে ওই সময় অফিস ফেরতা মানুষের ভিড় থাকে। ফলে খুব স্বাভাবকিভাবেই অফিস ফেরতা যাত্রীদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় বলে অভিযোগ।
আপডেট পেতে রিফ্রেশ করুন…