Howrah Water Supply : হাওড়ায় একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা! মিটবে কবে? বড় আশ্বাস প্রশাসনের – howrah municipal corporation gave statement about drinking water supply problem


গরম পড়তে না পড়তেই জলের সমস্যা হাওড়ায়। হাওড়া পুরসভা এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। মন্ত্রী অরূপ রায়ের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। গরম বাড়লে জলের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। যান্ত্রিক কিছু কারণের জন্য সমস্যা হচ্ছে, শীঘ্রই মিটে যাবে, আশ্বাস প্রশাসনের।গরম শুরু হওয়াতেই হাওড়ার পুরসভা এলাকার জলের সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার স্থানীয় মানুষরা নেতাজি সুভাষ রোডে রাস্তা অবরোধ করে। বিক্ষোভ দেখানো হয় হাওড়া পুরসভা ২৬ নম্বর ওয়ার্ড মাঝিপাড়া হয় এলাকায়। মন্ত্রী অরূপ রায় বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পরে প্রশাসনের লোক এসে তাঁদেরকে বুঝিয়ে সেখান থেকে বিক্ষোভ তুলে দেওয়া হয়।

এদিকে, পানীয় জলের দাবিতে বিক্ষোভ মধ্য হাওড়ার কালী কুন্ডু লেন পেট্রোল পাম্পের সামনে অবরোধ করা হয়। আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয় বাসিন্দারা বালতি হাতে অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অবরোধকারীরার জানান পুরসভার আধিকারিকরা এসে আশ্বাস না দিলে অবরোধ চালিয়ে যাবেন। এরপর হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র ও পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন।

রীতা মান্না নামে এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা জলকষ্টে ভুগছেন। গরম পড়তে তা আরো বেড়ে গিয়েছে। মাঝেমধ্যে জলে পোকা আসছে। পুরসভায় জানিয়ে কোনো লাভ হয়নি। প্রাক্তন পুরপিতা শ্যামল মিত্র সমস্যার কথা স্বীকার করে বলেন পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা সরজমিনে খতিয়ে দেখছেন এলাকার সমস্যা।

খুব শীঘ্রই জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। মিনিট পনেরো পর অবরোধ তুলে নেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় যেখানে এই সমস্যা দেখা গিয়েছে, সেই এলাকায় একটা কিছুদিন আগে পানীয় জলের পাইপ বসানো হয়েছে। তার সংযোগও করা হয়েছে। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সমস্যা হয়েছে দু-একদিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে। ইঞ্জিনিয়াররা আজ থেকে কাজ শুরু করেছেন।

Howrah Station : মেট্রোয় ভিড়, মাছি তাড়াচ্ছে হাওড়ার বিভিন্ন রুটের অটো
প্রসঙ্গত, হাওড়া পুরসভা এলাকায় পানীয় জলের সমস্যা নতুন নয়। এর আগেও পাইপ ফেটে একাধিকবার জলের সমস্যা দেখা দিয়েছিল। তবে, গরমের শুরুতেই পানীয় জল নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ক্ষুব্ধ পুর এলাকার বাসিন্দারা। দ্রুত যাতে পাইপ লাইনের মেরামত করে জল সমস্যা মেটানো হয়, সে ব্যাপারেই আর্জি জানিয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *