এদিন কামতা রাজবংশী পরিষদের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, দার্জিলিঙে তৃণমূলের প্রার্থী গোপাল লামাকে তাঁরা সমর্থন করবেন। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্য নেতৃত্বদের সঙ্গে তাঁদের বৈঠকও হয়েছে। সংগঠনের সভাপতি রাহুল বর্মণ বলেন, ‘রাজবংশীদের উন্নয়নের জন্য যাবতীয় কাজ রাজ্য সরকার করছে। অনেক দাবি দাওয়া পূরণ করেছে। আগামীতেও তৃণমূল উন্নয়ন করবে বলে আমরা আশাবাদী।’ ইতিমধ্যেই তাঁরা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করে দিয়েছেন।
পাশাপাশি বেশ কিছু দাবির কথাও জানান সংগঠনের সদস্যরা। যেমন এসটি সার্টিফিকেট সরলীকরণ, শিক্ষায় সুযোগ সুবিধা প্রদান, রাজবংশী সংগঠনগুলির জন্য একটি ভবন তৈরি।
অন্যদিকে, এদিন নাগেসিয়া কিষান আদিবাসী সমাজ সাংবাদিক বৈঠক করে জানান, গত তিনটি লোকসভায় তাঁরা দার্জিলিঙে BJP-কে সমর্থন করেছে। কিন্তু, কোনও রকম উন্নয়ন কিংবা নাগেসিয়া সম্প্রদায়ের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। যে কারণে এই বছর সংগঠনের তরফে তৃণমূলের হয়ে প্রচার চালানো হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক সুশীল নাগেসিয়া।
এদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন BJP বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি দাবি করেছিলেন, দলের কাছে ‘ভূমিপুত্র’-কে প্রার্থী করার আবেদন করা হলেও তা হয়নি। আর তাই তাঁর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পাহাড়ের আবহাওয়া শীতল হলেও তপ্ত হচ্ছে সেখানকার রাজনীতি। তবে BJP প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়েছেন বিমল গুরুং।