জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাবাগানে ঘুরে ঘুরে প্রচার করলেন রাজ্যের উপভোক্তা পরিসেবা, স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহ হাঁসদা।

মাল ব্লকের বিভিন্ন চাবাগানে ঘুরে ঘুরে শ্রমিকদের কাছে পৌঁছে প্রচারে ঝড় তুললেন রাজ্যের উপভোক্তা পরিসেবা, স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দফতরের প্রতি মন্ত্রী বিরবাহ হাঁসদা। সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী আসেন মালবাজার শহর সংলগ্ন গুরজংঝোড়া চাবাগানে। সেখানে পাতা ওজন করার সময় মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়া অনুরোধ করেন। এরপরে তিনি চলে যান মাল নদী ও মিনগ্লাস চাবাগানে। সেখানে স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিলেমিশে বসেন। চা-শ্রমিকদের বাড়ি বাড়ি যান। কচিকাঁচাদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: Bengal News LIVE Update: সাত সকালে ভোটের প্রচারে হাটে বাজারে বাম প্রার্থী দেবরাজ বর্মন

সেখানে মহিলাদের সঙ্গে খাবার খান তিনি। চাবাগানের আদিবাসী শ্রমিক পরিবারদের সঙ্গে মিশে দলের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিজেপির ভাওতাবাজির কথা বলেন। মহিলা শ্রমিকদের কাছে জানতে চান লক্ষীর ভান্ডার সহ অন্যান্য সুবিধা পান কী না?

এরপরেই নেত্রী চলে যান কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন চাবাগানে। সেখানে প্রচার শেষে চলে আসেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথর ঝোড়া চাবাগানে। চাবাগানের শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে তৃনমুল কংগ্রেসের পক্ষে প্রচার করেন তাঁরা।

অন্যদিকে পান্ডুয়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

পান্ডুয়া কলবাজার জিটি রোডে ঈদের নামাজ শুরু হয় সকাল সাড়ে সাতটা থেকে। এক মাস রমজান মাস পালনের পর আজ পালিত হচ্ছে খুশির ঈদ। বহুদিন ধরেই কলবাজারে জিটি রোডের নামাজে এলাকার মুসলিম ধর্মপ্রান মানুষ একত্রে নামাজ পড়েন। পান্ডুয়া মারকাস মসজিদের সামনে জি টি রোডে হয় এই নামাজ। নামাজ উপলক্ষে পুলিসি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

হুগলি লোকসভার তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগ দেন। তাঁকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্য দিকে রচনাও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আজ পবিত্র ঈদ, খুব আনন্দের দিন। ভালো লাগছে সবার সঙ্গে ঈদ মোবারক করতে পারছি। এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোডে দেখেছি আর এই পান্ডুয়ায় দেখলাম। এত সুন্দর পরিবেশ আকাশও সাথ দিয়েছে।’

আরও পড়ুন: Lok Sabha Election 2024: ৫ হাজার টাকা, সঙ্গে ৫ হাজার ভোটও! সিপিএম প্রার্থীর পাশে বিজেপি নেতা…

পান্ডুয়া বিধানসভার বিধায়ক রত্না দে নাগ সহ হুগলি জেলা তৃনমূল নেতৃত্ব উপস্থিত হন। নামাজে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য হাজী মোহাম্মদ কামরুল হুদা জানান, ঐতিহ্যবাহী নামাজ হল এই পান্ডুয়া জি টি রোডে মারকাস মসজিদের সামনে।

ঈদ এর নামাজের জন্য সকাল সাড়ে ছয়টা ছয়টা থেকে জি টি রোডে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version