বিজেপিকে ভোট দেওয়ার জন্য গ্রামবাসীদের চাপ দিচ্ছে বিএসএফ, এফআইআর কপি দেখিয়ে দাবি মমতার| BSF trying to influence voters to vote for BJP alleges Mamata Banerjee in Balurghat


শ্রীকান্ত ঠাকুর: সীমান্ত লাগোয়া বালুরঘাটে প্রচারে এসে বিএসএফকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। গ্রামবাসীদের ভয় দেখানোর অভিযোগ তুললেন বিএসএফের বিরুদ্ধে। গুলি করারও অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রবিবার বালুরঘাটে জনসভা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে একটি এফআইআর কপি দেখিয়ে দাবি করেন বিএসএফ বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং গ্রাম বাসি দের ভয় দেখাচ্ছে। এমনকি গুলি করে এক গ্রাম বাসিকে আহত করেছে বলেও অভিযোগ করেন তিনি। মঞ্চে থাকা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ করার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন-‘এই যে বোমা ফাটানোর কথা বলছে, তাতে আমিও টার্গেট, অভিষেকও টার্গেট’: মমতা

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরে জেলার রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, এটা বিএসএফের বিষয়। বিএসএফ বুঝবে তবে ফেনসিডিল নিয়ে কেউ ভোট প্রচারে যায় না।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রের দেখানো অভিযোগ পত্র অনুযায়ী গঙ্গারামপুর ব্লকের দোমুঠা দহপাড়া এলাকায় গত ১৯ তারিখ দুপুর বারোটা নাগাদ স্থানীয় ক্যাম্প থেকে ৯১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ ৪-৫ জন জওয়ান গ্রামে আসেন এবং তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তখনই গ্রামবাসীদের সঙ্গে তাদের বচসা হয়। অভিযোগ বিএসএফ জওয়ানেরা বলেন বিজেপিকে ভোট না দিলে গুলি করে মারা হবে।  সামনে দাঁড়িয়ে থাকা ইসরাফিল আলীকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। তার কোমরে গুলি লেগেছে এবং তিনি এই মুহূর্তে মালদা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বিপ্লব মিত্র জানান বিএসএফ জওয়ান দের সঙ্গে বিজেপির  কয়েকজন এই গ্রামে ভোট প্রচার করতে গেছিল তখন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বাধা দেন এবং বলেন বিএসএফের ভোট প্রচারে থাকা উচিত না। বিএসএফ গ্রামবাসীদের বিজেপিকে ভোট দিতে বলে। এই নিয়ে বিএসএফ এর সঙ্গে বচসা বাধে আর এর ফলেই বিএসএফ গুলি চালিয়ে দেয়।

অবশ্য স্থানীয় সূত্রের খবর ১৯ তারিখ সকালে ওই গ্রামে ফেনসিডিল পাচার করার সময় দুই পাচারকারীকে ধাওয়া করে বিএসএফ। পরে গ্রামবাসীদের একাংশ বাধা দিতে এলে বিএসএফ গুলি চালায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *