Raju Bista,বিমলের পর রাজুকে সমর্থন বিনয়েরও, ২০২৬-এও বাংলাতে বিজেপি সরকার প্রতিষ্ঠার দাবি – binay tamang supports darjeeling bjp candidate raju bista


কংগ্রেসে থাকলেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে দেখা যাচ্ছিল না তাঁকে। আর এবার সরাসরি বিজেপি প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করে তাঁকেই ভোট দেওয়ার আবেদন জানালেন বিনয় তামাং। দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাহাড়ের মানুষের ন্যায় এবং গোটা এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এমনকী ২০২৬ সালে বাংলাতেও বিজেপির সরকার তৈরি সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বিনয় তামাং।এক ভিডিয়ো বার্তায় বিনয় বলেন, ‘আগামী ২৬ এপ্রিল হতে চলা নির্বাচনে পাহাড়বাসী, শিলিগুড়ি সমতলবাসী, ডুয়ার্সবাসী ও গোর্খাদের ন্যায় দিতে ও তাঁদের হিতার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজু বিস্তাকে আমি সমর্থন করছি। আর পাহাড়াবাসী, শিলিগুড়ি সমতলবাসী, আমার সমর্থক, বন্ধু, ভাইবোনেদের ও সাধারণ মানুষকে আমি আবেদন জানাচ্ছি যে, আগামী ২৬ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোটে দিন এবং জয়ী করুন। এর প্রধান কারণ, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আসতে চলেছে, আর ২০২৬-এ পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির সম্ভাবনা রয়েছে।’

বিনয় আরও বলেন, ‘পাহাড়, শিলিগুড়ি সমতল ও ডুয়ার্সের ন্যায়ের জন্য যে সরকার আসতে চলেছে তাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি পাহাড়ে যে দুর্নীতি ও স্বজনপোষন হয়েছে, সেটিকেও শেষ করতে হবে। তাই এই সমস্ত বিষয় দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন ২৬ তারিখ বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করার আবেদন জানাচ্ছি।

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বিনয় তামাং। কিন্তু কংগ্রেস মুণিশ তামাংকে প্রার্থী করতেই ক্ষোভপ্রকাশ করেছিলেন বিনয়। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না বলেও জানিয়েছিলেন। সেই মতো প্রচারের ময়দানে দেখাও যায়নি তাঁকে। আর এবার সরাসরি বিজেপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা করে দিলেন বিনয় তামাং। এদিকে বিনয়ের এই ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আসার পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে হাতশিবির। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা জেলা সভাপতি শংকর মালাকার জানান, তিনি (বিনয় তামাং) আগে থেকেই প্রচারে ছিলেন না।, এর থেকে তাঁর আসল রূপ সবাই জানতে পারলেন।

উল্লেখ্য, সম্প্রতি ফের একবার এনডিএ-তে শিবিরে গিয়েছেন বিমল গুরুংও। রাজু বিস্তার হয়ে প্রচারও করতে দেখা গিয়েছে তাঁকে। সেক্ষেত্রে বিমলের পরে এবার রাজুকে সমর্থন দিলেন বিনয়ও। আর বিনয়ের এই সমর্থন পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্যপূপর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *