বিনয় আরও বলেন, ‘পাহাড়, শিলিগুড়ি সমতল ও ডুয়ার্সের ন্যায়ের জন্য যে সরকার আসতে চলেছে তাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি পাহাড়ে যে দুর্নীতি ও স্বজনপোষন হয়েছে, সেটিকেও শেষ করতে হবে। তাই এই সমস্ত বিষয় দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আসন্ন ২৬ তারিখ বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করার আবেদন জানাচ্ছি।
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বিনয় তামাং। কিন্তু কংগ্রেস মুণিশ তামাংকে প্রার্থী করতেই ক্ষোভপ্রকাশ করেছিলেন বিনয়। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না বলেও জানিয়েছিলেন। সেই মতো প্রচারের ময়দানে দেখাও যায়নি তাঁকে। আর এবার সরাসরি বিজেপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা করে দিলেন বিনয় তামাং। এদিকে বিনয়ের এই ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আসার পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে হাতশিবির। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা জেলা সভাপতি শংকর মালাকার জানান, তিনি (বিনয় তামাং) আগে থেকেই প্রচারে ছিলেন না।, এর থেকে তাঁর আসল রূপ সবাই জানতে পারলেন।
উল্লেখ্য, সম্প্রতি ফের একবার এনডিএ-তে শিবিরে গিয়েছেন বিমল গুরুংও। রাজু বিস্তার হয়ে প্রচারও করতে দেখা গিয়েছে তাঁকে। সেক্ষেত্রে বিমলের পরে এবার রাজুকে সমর্থন দিলেন বিনয়ও। আর বিনয়ের এই সমর্থন পাহাড়ের রাজনৈতিক সমীকরণে বিশেষ তাৎপর্যপূপর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।