মালদহ শহরের সুকান্ত মোড়, রথবাড়ি মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকায় ছোট ছোট আখড়া তৈরি করে কোথাও গম্ভীরা, কোথাও আবার বাউল গান পরিবেশন করা হচ্ছে। কোন মঞ্চ বেঁধে নয়, খোলা আকাশের নিচেই এই ছোট ছোট আখড়াগুলো বসছে। গম্ভীরা ও বাউল গানের মাধ্যমে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হচ্ছে। তুলে ধরা হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী বিভিন্ন কথা। তাঁকে মানুষ ভোট দিলে কী হবে, আগামী দিনের পরিকল্পনা কী রয়েছে, সমস্ত কিছুই গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর সাধারণ মানুষ ভিড় করে শুনছেন এই অভিনব ভোট প্রচার। কারণ এই প্রচারে কোনরকম রাজনৈতিক ভাষণ নেই, শুধুমাত্র গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রার্থী ও বিজেপির নানান গুণকীর্তন। আর মানুষও বিনোদনের মধ্যে দিয়ে মানুষ ভোট প্রচার শুনছেন এই অভিনব পদ্ধতিতে।
ভোটের আগে আর যে ক’দিন সময় আছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এইভাবে ভোটের প্রচারের পরিকল্পনা রয়েছে বিজেপি প্রার্থীর। যেহেতু গম্ভীরা ও বাউল গান মালদা তথা বাংলার ঐতিহ্য, তাই তিনি এই লোকগানকেই বেছে নিয়েছেন, ভোট প্রচারের মাধ্যম হিসেবে।
প্রসঙ্গত, তৃতীয় দফায় ভোট হতে চলেছে মালদায়। ওইদিন মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদার দু’টি আসনে। এদিকে আজ সেই মালদাতেই দু’টি জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সভা করবেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। অপরটি করবেন মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রেইহানের সমর্থনে। সেই দুই সভা ঘিরেও প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে।