Mamata Banerjee,আজ মালদায় জোড়া সভা মমতার, বাউল-গম্ভীরায় প্রচার শ্রীরূপার – maldaha dakshin lok sabha constituency bjp candidate doing campaign with gambhira song and today mamata banerjee will do rally there


গম্ভীরা মালদার ঐতিহ্য। গম্ভীরা গান বাঁধা হয় মালদহের নিজস্ব ভাষায়। এই গান মালদাবাসীর সহজ বোধগম্য। তাই এবার গম্ভীরা গানকেই ভোট প্রচারের হাতিয়ার করলেন দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শুধুমাত্র গম্ভীরা নয়, বাংলার বিখ্যাত লোকগান বাউল গানের মধ্যে দিয়েও তিনি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন। গম্ভীরা শিল্পী ও বাউল শিল্পীরা প্রার্থীর হয়ে নতুন গান বেঁধেছেন। সেই গান পরিবেশন করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সেখানে উপস্থিত থাকছেন প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনিও গানের তালে তাল মেলাচ্ছেন। বাউলের তালে দলীয় কর্মী সমর্থকেরা সঙ্গে নাচ করতেও দেখা যাচ্ছে প্রার্থীকে।

মালদহ শহরের সুকান্ত মোড়, রথবাড়ি মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকায় ছোট ছোট আখড়া তৈরি করে কোথাও গম্ভীরা, কোথাও আবার বাউল গান পরিবেশন করা হচ্ছে। কোন মঞ্চ বেঁধে নয়, খোলা আকাশের নিচেই এই ছোট ছোট আখড়াগুলো বসছে। গম্ভীরা ও বাউল গানের মাধ্যমে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হচ্ছে। তুলে ধরা হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরী বিভিন্ন কথা। তাঁকে মানুষ ভোট দিলে কী হবে, আগামী দিনের পরিকল্পনা কী রয়েছে, সমস্ত কিছুই গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর সাধারণ মানুষ ভিড় করে শুনছেন এই অভিনব ভোট প্রচার। কারণ এই প্রচারে কোনরকম রাজনৈতিক ভাষণ নেই, শুধুমাত্র গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে প্রার্থী ও বিজেপির নানান গুণকীর্তন। আর মানুষও বিনোদনের মধ্যে দিয়ে মানুষ ভোট প্রচার শুনছেন এই অভিনব পদ্ধতিতে।

ভোটের আগে আর যে ক’দিন সময় আছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এইভাবে ভোটের প্রচারের পরিকল্পনা রয়েছে বিজেপি প্রার্থীর। যেহেতু গম্ভীরা ও বাউল গান মালদা তথা বাংলার ঐতিহ্য, তাই তিনি এই লোকগানকেই বেছে নিয়েছেন, ভোট প্রচারের মাধ্যম হিসেবে।

প্রসঙ্গত, তৃতীয় দফায় ভোট হতে চলেছে মালদায়। ওইদিন মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদার দু’টি আসনে। এদিকে আজ সেই মালদাতেই দু’টি জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সভা করবেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। অপরটি করবেন মালদা দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রেইহানের সমর্থনে। সেই দুই সভা ঘিরেও প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *