Payal Kapadia: প্রতিষ্ঠান বিরোধী তকমা থেকে দেশের গর্ব, পায়েলের জয়ের উড়ান – payal kapadia winning grand prix in cannes 2024 is the same girl who voiced against gajendra chauhan of ftii watch video


Embed

সোনার মেয়ে পায়েলদুনিয়ার চোখে আঙুল দিয়ে যিনি দেখাতে পেরেছেন, সাহস থাকলে কী না হয়। FTII থেকে পাশ করা পায়েল কিন্তু সেই সাহসের নামযিনি গজেন্দ্র চৌহানের বিরুদ্ধে গলা তুলতে দু’বার ভাবেননি। গজেন্দ্র চৌহানকে FTII-র প্রধান করার প্রতিবাদে ১৩৯ দিন ধরে প্রতিবাদ করেছিলেন পায়েল, সঙ্গী ছিলেন আরও সহপাঠী। তাঁর সঙ্গে আরও ৩৪ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয় FTII-এর তরফে। কিন্তু পায়েল কাপাডিয়ার প্রতিবাদী কন্ঠ কখনওই রোধ করা যায়নি। প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুর চড়ানোর জন্যে তাঁর স্কলারশিপ এবং বিদেশে যাওয়ার সুযোগও হাত ছাড়া হয়। কিন্তু ওই যে গানটা আছে না? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে? আর তাই তো নিজের লক্ষ্যে স্থির থেকেছেন পায়েল। গ্রাঁ প্রি পুরস্কার হাতে নিয়ে, সহযোদ্ধাদের পাশে নিয়ে যখন এক গাল হাসি এল ঠোঁটের কোণে, এক লহমায় পায়েল হয়ে উঠলেন দেশের গর্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *