Central Force,ভোট মিটলেও বঙ্গে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী – central force will be there in west bengal after the election


১ জুন রাজ্য়ে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ৪ তারিখ গণনা। ভোটের পরও বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্রে খবর এমনটাই। আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। বঙ্গে যাতে ভোট পরবর্তী অশান্তির ঘটনা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।রাজ্যের ভোট মিটলেও মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১১৫ কোম্পানি সিআরপিএফ, ১১৮ কোম্পানি বিএসএফ, ৭১ কোম্পানি সিআইএসএফ, ৩৬ কোম্পানি আইটিবিপি এবং ৬০ কোম্পানি সীমা সুরক্ষা বাহিনী মোতায়েন থাকবে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরেও বঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।

শনিবার রাজ্যে শেষ দফার নির্বাচনের জন্য় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এদিন বাংলার দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর-এই কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে ভোট। রাজ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের দিকে থাকবে সব নজর। এছাড়াও যাদবপুর কেন্দ্রের লড়াইয়ের দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। সায়নী ঘোষ প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছেন যাদবপুর কেন্দ্র থেকে।

২০১৯ সালে সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের হয়ে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরপরেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভার যায় সায়নী ঘোষের উপর। স্বাভাবিকভাবেই এই হাইভোল্টেজ কেন্দ্রের দিকেও নজর থাকবে।

ভোটের দিন ৯টি কেন্দ্র মিলিয়ে মোট এক হাজার ৯৫৮ সেকশন ক্যুইক রেসপন্স টিম মোতায়েন থাকছে। এর মধ্য়ে বারাসত পুলিশ জেলায় থাকছে ১৪৭ সেকশন, ব্যারাকপুর পুলিশ জেলায় থাকছে ২০৪ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় থাকছে ২৪২ সেকশন, বসিরহাট পুলিশ জেলায় থাকছে ১৭৫ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকছে ২৩৯ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় থাকছে ১৬৯ সেকশন, কলকাতা পুলিশের এলাকায় থাকছে ৬০০ সেকশন এবং সুন্দরবন পুলিশ জেলায় থাকছে ১৬৬ সেকশন ক্যুইক রেসপন্স টিম।

স্ট্যাটিক সার্ভিলেন্স টিম , ফ্লাইং স্কোয়াড টিম , নাকা চেকিং এবং নাইট পেট্রোলিংয়ের ক্ষেত্রেও থাকবে ক্যুইক রেসপন্স টিম। কলকাতা এবং বিধাননগরে প্রায় ৫৫টি বহুতল এবং বস্তি এলাকাগুলি কড়া নজরদারি চালানো হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, উপকূলবর্তী এলাকাগুলিতে ভোটের দিন ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *