বাসন্তীর সেন্ট টেরেসা গালর্স হয় স্কুলের বুথকে সাজিয়ে তোলা হয়েছে অভিনব কায়দায়। নার্গিসের ‘মাদার ইন্ডিয়া’, স্মিতা পাটিলের ‘মির্চ মশলা’ থেকে মাধবী মুখোপাধ্যায়ের ‘মহানগর’, ঋতুপর্ণা সেনগুপ্তর ‘দহন’ এরকম একাধিক নারীকেন্দ্রিক সিনেমার পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই বুথ। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসা মানুষকে বিশেষ বার্তা দিতেই বুথটিকে সাজিয়ে তোলা হয়েছে এইভাবে।
নির্বাচন কমিশনের তরফে এবার একাধিক জেলায় নানা ‘থিম’ বুথ গড়ে তোলা হয়েছে। আঞ্চলিক বা জাতীয় স্তরের নানা ইস্যুকে সামনে রেখে একেক জায়গায় একেক রকম থিম করা হয়েছে বুথে। সেরকমই একটি নতুন থিম দেখা গেল বাসন্তীর এই বুথে। এই বুথেই রয়েছে ‘চিকিৎসা পরিষাব কেন্দ্র, ভোটারডের সাহায্য করার জন্য সেন্টার, বিশেষভাবে সক্ষম বা বৃদ্ধ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা, ভোটার সেলফি জোন এবং শিশুদের মনোরঞ্জনের জন্যেও তৈরি করা হয়েছে আলাদা স্পট।
প্রায় দেড় মাস আগে শুরু হয়েছিল ভোট উৎসব উদযাপন। দীর্ঘদিনের পরিশ্রম, ভোটকর্মীদের ব্যবস্থাপনা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রশাসনের সুরক্ষা বিধির উপর নির্ভর করে আজ, শনিবার শেষ হল এবারের লোকসভা নির্বাচন। রাজ্যের মোট নয়টি কেন্দ্রে এই দফায় ভোটগ্রহণ ছিল। তার মধ্যে ছিল জয়নগর লোকসভা কেন্দ্রের ভোটও। এই কেন্দ্রের অধীনে থাকা এই ‘থিম’ বুথ দেখে আপ্লুত সাধারণ মানুষও।