West Bengal Lok Sabha Election,নারীর অধিকার রক্ষায় গণতন্ত্রের পাঠ, সিনেমার পোস্টারে অভিনব বুথসজ্জা জয়নগরে – west bengal lok sabha election jayanagar basanti polling booth decorated by female centric movie posters


কখনও স্বাধীনতার লড়াইয়ে তাঁরা ‘বীরাঙ্গনা’, কখনও সামাজিক অবজ্ঞায় তাঁরা মুক্তিযুদ্ধের প্রতীক, আবার তাঁরাই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের পথ প্রদর্শক। বিশ্ববরেণ্য পরিচালকদের চলচ্চিত্রে নারী স্বাধীনতার পাঠ শিখিয়েছেন সেই সব অনন্যারা। দেশ ও সমাজ গঠনের ‘অর্ধেক আকাশ’ তো তাঁরাই। সেইসব কালজয়ী চরিত্রদের ছবি দিয়ে সাজানো হল গণতন্ত্রের সবথেকে বড় উৎসবের রঙ্গমঞ্চকে।দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর একটি বুথে ঢুকলে প্রতক্ষ্য করতে পারবেন স্পর্ধা, সাহস ও অদম্য লড়াইয়ের সেইসব মূর্ত প্রতীককে। ‘মেঘে ঢাকা তারা’র নীতা বা ‘দহন’এর রোমিতা, ‘মহানগর’-এর আরতি বা ‘মাদার ইন্ডিয়া’র রাধা, চলচ্চিত্র জগতের এইসব চিরকালীন চরিত্র আমাদের দেশ, সভ্যতা, সংস্কৃতির একটি বিশেষ দিক তুলে ধরে। সেইসব নারী চরিত্রকে স্যালুট জানাতেই এমন অভিনব সাজ বাসন্তীর এই বুথে। থিমের নাম ‘শক্তিশালী নারী, শক্তিশালী গণতন্ত্র’

কোনি ছবির পোস্টার

কোনি ছবির পোস্টার

বাসন্তীর সেন্ট টেরেসা গালর্স হয় স্কুলের বুথকে সাজিয়ে তোলা হয়েছে অভিনব কায়দায়। নার্গিসের ‘মাদার ইন্ডিয়া’, স্মিতা পাটিলের ‘মির্চ মশলা’ থেকে মাধবী মুখোপাধ্যায়ের ‘মহানগর’, ঋতুপর্ণা সেনগুপ্তর ‘দহন’ এরকম একাধিক নারীকেন্দ্রিক সিনেমার পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই বুথ। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসা মানুষকে বিশেষ বার্তা দিতেই বুথটিকে সাজিয়ে তোলা হয়েছে এইভাবে।

মির্চ মশালা ছবির পোস্টার

মির্চ মশালা ছবির পোস্টার

নির্বাচন কমিশনের তরফে এবার একাধিক জেলায় নানা ‘থিম’ বুথ গড়ে তোলা হয়েছে। আঞ্চলিক বা জাতীয় স্তরের নানা ইস্যুকে সামনে রেখে একেক জায়গায় একেক রকম থিম করা হয়েছে বুথে। সেরকমই একটি নতুন থিম দেখা গেল বাসন্তীর এই বুথে। এই বুথেই রয়েছে ‘চিকিৎসা পরিষাব কেন্দ্র, ভোটারডের সাহায্য করার জন্য সেন্টার, বিশেষভাবে সক্ষম বা বৃদ্ধ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা, ভোটার সেলফি জোন এবং শিশুদের মনোরঞ্জনের জন্যেও তৈরি করা হয়েছে আলাদা স্পট।

Rekha Patra : ‘ভালো লাগল!’ ‘হটস্পট’ সন্দেশখালিতে ভোট নির্বিঘ্নে? কী প্রতিক্রিয়া রেখার?
প্রায় দেড় মাস আগে শুরু হয়েছিল ভোট উৎসব উদযাপন। দীর্ঘদিনের পরিশ্রম, ভোটকর্মীদের ব্যবস্থাপনা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রশাসনের সুরক্ষা বিধির উপর নির্ভর করে আজ, শনিবার শেষ হল এবারের লোকসভা নির্বাচন। রাজ্যের মোট নয়টি কেন্দ্রে এই দফায় ভোটগ্রহণ ছিল। তার মধ্যে ছিল জয়নগর লোকসভা কেন্দ্রের ভোটও। এই কেন্দ্রের অধীনে থাকা এই ‘থিম’ বুথ দেখে আপ্লুত সাধারণ মানুষও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *