পুতুল, তবে এই পুতুল ছোটদের খেলনা নয়। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে জায়গা করে নেওয়া ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি। চলতি বছর মে মাসে হয়ে গিয়েছে বিনোদন দুনিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। আর সেখানেই জায়গা করে নিয়েছিল বাংলার পুতুল (Cannes Film Festival 2024)। মাতৃভাষা বাংলা তাই কানে মঞ্চেও বাংলা বক্তব্য রাখতে শোনা গিয়েছে ইন্দিরাকে (Bengali Film Putul)। পুতুলের পরিচালক ইন্দিরার সঙ্গে যোগাযোগ করা হলে (Indira Dhar Mukherjee)। কান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ইন্দিরা। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানালেন, পথশিশুদের নিয়ে কাজ করার ভাবনা কীভাবে মাথায় এল? আসুন সবিস্তর জেনে নেওয়া যাক এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version