রেলের কাজের জন্য শিয়ালদা স্টেশনে তৈরি হওয়া ব্লকেজ উঠে গেল। নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই উঠে গেল ব্লকেজ। যদিও পরিষেবা পুরোপুরি স্বভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে, পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি দিয়ে জানান, ‘শিয়ালদহ মেন সেকশনে ১২ কোচের EMU ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের প্রয়োজনে গত শুক্রবার থেকে আজ রবিবার দুপুর দু’টো পর্যন্ত ১-৫ নম্বর প্লাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই কাজ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের দু’ঘণ্টা আগেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। ফলে আজ রবিবার দুপুর বারোটা থেকে শিয়ালদহ মেন সেকশনের ১-৫ নম্বর প্লাটফর্মে EMU ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ১ থেকে ৫ নম্বর প্লাটফর্মে পরিষেবা শুরু হলেও কোনও কোনও ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’কৌশিক মিত্র আরও জানান, আজ রবিবার দুপুর ২টো পর্যন্ত ছিল ব্লক। কিন্তু এই ইলেক্ট্রনিক ইন্টারলকিংয়ের কাজ সম্পন্ন করা গিয়েছে বেলা ১২টার মধ্যেই। এর মাধ্যমে ৪৪৯ রুট ইন্টারলকিং করা হয়েছে। এর ফলে শিয়ালদায় লাইনে ট্রেন চলাচল আরও ভালো হবে ও উন্নত পরিষেবা দেওয়া যাবে। আর অল্প সময়ের মধ্যেই যাত্রী পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শিয়ালদা সেকশনে সমস্ত ট্রেন ১২ বগি করার জন্য ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে বেশকিছুদিন ধরেই কাজ চলছে। সেই কাজের কারণেই ওই প্ল্যাটফর্মগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলের এই সিদ্ধান্তের কারণে গত বৃহস্পতবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় বিস্তর যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। প্রায় সমস্ত লোকাল ট্রেনই ব্যাপক দেরিতে চলেছে। অবশেষে রেলের কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মধ্যে।
রেলের এই সিদ্ধান্তের কারণে গত বৃহস্পতবার রাত থেকে আজ দুপুর পর্যন্ত শিয়ালদা মেন লাইন ও বনগাঁ শাখায় বিস্তর যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। প্রায় সমস্ত লোকাল ট্রেনই ব্যাপক দেরিতে চলেছে। অবশেষে রেলের কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মধ্যে।
উল্লেখ্য, শিয়ালদা মেন লাইন এবং বনগাঁ শাখায় সমস্ত লোকাল ট্রেন ১২ বগি করার জন্য দীর্ঘদিন ধরেই দাবি তুলছেন যাত্রীরা। সেই মতো উদ্যোগও গ্রহণ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কয়েক মাস আগেই শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ শুরু হয়। আর সেই কাজের জন্যই বন্ধ রাখা হয় ১ থেকে ৫ নম্বর এই প্ল্যাটফর্ম। রেল কর্তৃপক্ষ মনে করছে, সাময়িক এই ভোগান্তির পর ভালো পরিষেবা পাবেন যাত্রীরা।