Jamai Sasthi 2024 : জামাইষষ্ঠীর আগে মাছের বাজার আগুন? – jamai sasthi 2024 fish price hike know the reactions of people and sellers for details watch video


জামাইষষ্ঠীর ফলাহারে যেমন থাকে আম-কাঁঠাল-জাম-লিচু-সহ নানা ফল। তেমনি দুপুরের পাতে থাকে ইলিশ মাছ, চিংড়ি মাছের রকমারি পদ, মাছের পদ, কচি পাঁঠার মাংস, রকমারি মিষ্টি, দই-সন্দেশ সহযোগে দুর্দান্ত ভুরিভোজ। আ এই আয়োজন করতে গিয়েই এবারে পকেটে টান সকলের। কারণ বাজারে ফল থেকে মাছের দাম কার্যত আগুন (Jamai Sasthi 2024)। মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগার অবস্থা। হিমসাগর আমের দাম ১৫০ টাকা কেজি জামাই ষষ্ঠীর আগে (Fruits Price Hike)। পাশাপাশি কাঁঠাল, লিচু থেকে আরও নানা ফল যা জামাইয়ের পাতে দেওয়ার জন্য কিনছেন মানুষেরা, সেইসব ফলের দামও কার্যত আকাশ ছোঁয়া। আমরা কলকাতার একটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম ফলের দাম সম্পর্কে। কারা কী জানাচ্ছে? আসুন দেখে নিন বিস্তারিত এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *