CPIM West Bengal : উপনির্বাচনে তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের, রায়গঞ্জ ছাড়া হল কংগ্রেসকে – left front declared west bengal aasembly bypolls candidates name


আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হতে চলেছে। শুক্রবার সকালেই এই চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল। বিকেলেই চার কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হল বামফ্রন্ট্রের তরফে।উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বাম ও কংগ্রেস এক জোট হয়ে লড়েছিল। অর্থাৎ, আসন সমঝোতা করা হয়েছিল দুই দলের মধ্যে। বিধানসভা উপ নির্বাচনের ক্ষেত্রেও কংগ্রেসের জন্য আসন সমঝোতার বার্তা দিয়ে রাখল বামেরা। চারটি কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ কেন্দ্রটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হল। বাকি তিনটি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে বামেরা। এর মধ্যে কলকাতার মানিকতলা ও নদিয়ার রানাঘাট দক্ষিণে সিপিআইএম প্রার্থী লড়াই করবে। বাগদা কেন্দ্রটিতে প্রার্থী দেবে ফরওয়ার্ড ব্লক।


মানিকতলা কেন্দ্র থেকে কলকাতা জেলা কমিটির সদস্য রাজীব মজুমদারকে প্রার্থী করা হল। অন্যদিকে, রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। বাগদা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন গৌরাদিত্য বিশ্বাস। রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।

TMC Assembly By Poll Candidate List : ৪ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের

এই চারটি কেন্দ্রের মধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁকেই এবার ফের রায়গঞ্জে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচিনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং ওই লোকসভা কেন্দ্রের টিকিট পান। যদিও, সেখানে তিনি পরাজিত হন। এরপর উপনির্বাচনে তাঁর নিজের কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে।

Trinamool Congress : বিধানসভা উপনির্বাচনের ৪ কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের, কোথায় কে লড়বেন?
মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হল। বাগদা কেন্দ্রে এবার তৃণমূলের চমক। সেখানে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। চারি কেন্দ্রেই এবার জমজমাট লড়াই হতে চলেছে। তবে এই চারটি কেন্দ্রের প্রার্থীর নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি। বিজেপির তিনজন বিধায়কই বর্তমান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেক্ষেত্রে নতুন কোনও মুখ তাঁরা এই চার কেন্দ্র থেকে তুলে আনতে পারেন বলেই ধারণা রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস, বাম-কংগ্রেসের পর এবার বিজেপি কবে টিকিট দেয়, সেটাই দেখার।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *