মানিকতলা কেন্দ্র থেকে কলকাতা জেলা কমিটির সদস্য রাজীব মজুমদারকে প্রার্থী করা হল। অন্যদিকে, রানাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। বাগদা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হচ্ছেন গৌরাদিত্য বিশ্বাস। রায়গঞ্জ কেন্দ্র থেকে কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।
এই চারটি কেন্দ্রের মধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। রায়গঞ্জ কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁকেই এবার ফের রায়গঞ্জে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচিনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং ওই লোকসভা কেন্দ্রের টিকিট পান। যদিও, সেখানে তিনি পরাজিত হন। এরপর উপনির্বাচনে তাঁর নিজের কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে।
মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হল। বাগদা কেন্দ্রে এবার তৃণমূলের চমক। সেখানে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। চারি কেন্দ্রেই এবার জমজমাট লড়াই হতে চলেছে। তবে এই চারটি কেন্দ্রের প্রার্থীর নাম এখনও পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি। বিজেপির তিনজন বিধায়কই বর্তমান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেক্ষেত্রে নতুন কোনও মুখ তাঁরা এই চার কেন্দ্র থেকে তুলে আনতে পারেন বলেই ধারণা রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস, বাম-কংগ্রেসের পর এবার বিজেপি কবে টিকিট দেয়, সেটাই দেখার।