CPIM West Bengal : বামপন্থা ছেড়ে তৃণমূলে যোগদান কেন? কারণ ব্যাখ্যা দুর্গাপুরের নেতা পঙ্কজের – durgapur cpim leader pankaj roy joined trinamool congress on sunday


সবেমাত্র লোকসভা নির্বাচন মিটেছে। এই নির্বাচনে একটি আসনও নিজেদের দখলে আনতে পারেনি বামফ্রন্ট। এর মাঝেই দুর্গাপুরে বড় ভাঙন। সিপিএম-এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দুর্গাপুরে দুঁদে সিপিএম নেতা পঙ্কজ রায় যোগদেন করলেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে এদিন তৃণমূলের পতাকা তুলে নেন তিনি।বাম দল থেকে হঠাৎ তৃণমূলে যোগদান কেন? এর জন্য তিনটি কারণ ধরেন সিপিএম নেতা। তাঁর কথায়, ২০১৬ সালের পর থেকে বামেদের ভোট বিজেপিতে যাচ্ছে। দলের অনেক নিচুতলার কর্মীরা পদ্ম ছাতার তলায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। একাধিক নির্বাচনে তাঁরা বিজেপির হয়ে খাটছেন। দলের বৈঠকে এই ভাঙন আটকানোর প্রসঙ্গ তোলা হলেও দল সেইমতো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি।

এর পাশাপাশি, তাঁর ব্যাখ্যা কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট দলের একাংশ মেনে নিতে পারেননি। বিশেষ করে দলের নিম্ন স্তরের নেতৃত্বরা এই রাজ্যে দীর্ঘদিন ধরে কংগ্রেসের বিরুদ্ধে লড়ে এসেছে। সেখানে এখন আসে তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইটা অনেকেই এখনও মেনে নিতে পারছেন না। তিনি বলেন, ‘কংগ্রেস- আইএসএফ, আইএসএফ-কংগ্রেস এই যে জোট হয়েছে সেটা দেখে যাঁরা বামপন্থায় বিশ্বাস করেন, তাঁরা আমাদের উপর ভরসা ছেড়ে দিয়েছে।’

এমনকি, রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রান্তিক মানুষের জন্য একাধিক জনহিতকর প্রকল্প করা হলেও বামপন্থীরা তাঁর বিরোধিতা করে এসেছে। জনসাধারণ, খেটে খাওয়া মানুষের স্বার্থে বামপন্থী মানুষরা কথা বললেও এই প্রকল্পগুলির বিরোধিতা করাটা উচিত হয়নি বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিরুপম সেনের কাছের পাত্র ছিলেন তিনি। ইসিএলের চাকরি ছেড়ে দলের হোলটাইমার হয়ে কাজ করে গিয়েছেন। গত বরিবার যদিও, জেলা সিপিএম দফতরের একটি বৈঠকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলের বিরুদ্ধে মুখ খোলার জন্যেই তাঁকে বহিষ্কার করা হয়।

দুর্গাপুরের নেতা পঙ্কজ রায় সরকারকে বহিষ্কার সিপিএমের, তৃণমূলে যোগদান ঘিরে জোর জল্পনা
গত কয়েকদিনের শিল্পশহর দুর্গাপুরের ‘টক অফ দ্য টাউন’ ছিল বিশিষ্ট সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার যোগদান করছেন শাসক দল তৃণমূলে। রবিবার বিকেলে সব জল্পনার অবসান। মন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রদীপ মজুমদারের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন দাপুটে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। ওনার সাথে এদিন যোগদান করল প্রায় ১২০০ সিপিআইএম কর্মী বলে দাবি তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুরের অরবিন্দ এ্যাভিনিউএর জেলা তৃণমূল কার্যালয়ে এই যোগদান পর্বে দুই মন্ত্রী সহ জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *