Kanchanjungha Train Updates: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির, গ্রাউন্ড জিরোতে এইসময় – kanchanjunga express collides with goods train when leave from siliguri to reach sealdah watch video


সোমবার সাত সকালে শিয়ালদামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঘণ্টা দেড়েকের দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা দেয় একটি মালগাড়ি। এই ঘটনায় নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় মৃত্যু হয়েছে অন্ত পাঁচ জনের। পাশাপাশি মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। ঘটনায়আতঙ্কিত হয়ে গিয়েছে সকলে। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের পরও ফাঁসিদেওয়ার কাছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে পড়েছে এক্সপ্রেস ট্রেনটির শেষ কামরা। অন্যদিকে দ্রুততার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। গ্যাসকাটার ব্যবহার করে মালগাড়ির ইঞ্জিন কেটে ও দুমড়ানো কামরা থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে উদ্ধারকারী দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *