নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে সাজ সাজ রব। মণ্ডল পরিবারের ছেলের প্রেমিকা হাজির সুদূর ব্রাজিল থেকে। ফেসবুকের মাধ্যমে দুজনের মধ্যে আলাপ পরিচয় থেকে ভালোবাসা হয়। প্রেমের টানেই এখানে এসে হাজির ব্রাজিল কন্যা। দু’জনের বিয়ের আয়োজন করা হচ্ছে বাড়িতে। গোটা পরিবার মেনে নিয়েছেন তাঁদের ব্রাজিলিয়ান হবু বৌমাকে। এবার বিয়ের তোড়জোড় শুরু বাড়িতে।
Source link