R Ashwin | T20 World Cup 2024: ‘ভারতকে হারাবে না আফগানিস্তান’, পাকিস্তানিকে তোপ অশ্বিনের, প্রলয়ে শামিল এলনও!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। আফগানিস্তান আর কোনও ভাবেই ক্রিকেটের ‘ছোট’ দেশ নয়। গোলাগুলির আওয়াজের ভূমিকম্পে বারবার কেঁপে ওঠা দেশটার শাসন করে তালিবানিরা। আর সেই দেশেরই ক্রিকেটার রশিদ খানরা (Rashid Khan)। তাঁরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের ক্রিকেট সাধনাকে কোনও শক্তিই টলাতে পারেনি। টি-২০ বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেওয়া রশিদদের নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। আর এর মধ্য়েই এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে এক্স হ্য়ান্ডেলে ধুন্ধুমার বেঁধে গেল রবিচন্দ্রন অশ্বিনের। আফগানিস্তান-বাংলাদেশ ম্য়াচের আগেই উঠল প্রলয়…

আরও পড়ুন: বিশ্বকাপে মর্মান্তিক খবর, শোকে পাথর ইরফান পাঠান, তলিয়ে গেলেন কাছের মানুষ!

পাক সাংবাদিক ওয়াজাহাত কাজমি তাঁর এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘আফাগানিস্তান ভারত বাদে বিশ্বের যে কোনও দলকে হারাতে পারে। ভারতকে তাদের না হারানোর কারণও রয়েছে। মাথায় রাখতে হবে আইপিএল চুক্তি অত্য়ন্ত মূল্য়বান।’ এই পোস্ট দেখে অশ্বিন এক্স হ্য়ান্ডেলের কর্ণধার এলন মাস্ককে ট্য়াগ করে লেখেন, ‘আমি এলন মাস্ককে বলতে পারি না যে, কী করতে হবে! তবে কে আমার বাড়িতে প্রবেশ করবে, তা ঠিক করার অধিকার আমার অবশ্যই থাকা উচিত। আমার টাইমলাইন আমার সিদ্ধান্ত।’ অশ্বিনের এই কমেন্টে ঢুকে পড়েন পবন মারহাওয়া বলে এক ব্য়ক্তি। তিনি কিংবদন্তি স্পিনারকে পরামর্শ দেন বল্ক বাটন ব্য়বহার করার জন্য়। যা দেখে অশ্বিন লেখেন, ‘প্রতিদিন কিছু নির্দিষ্ট হ্য়ান্ডেল ব্লক করা আমার কর্তব্য় নয়। আমি জানি কাদেরকে ফলো করতে হবে।’

আফগানিস্তানকে (-০.৬৫০) হারাতেই হবে বাংলাদেশকে। তবেই তাদের শেষ চারের পথ প্রশস্ত হবে। যদি আফগানদের পরাজয়ের ব্যবধান সামান্য হয়। কিন্তু, সেই পরিস্থিতিতে নেট রান রেটের ভিত্তিতে আফগানিস্তানকে ধাক্কা দিতে ভারতকে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে। পদ্মাপারের দেশের জন্য় সুপার আটের রাস্তা কার্যত অসম্ভব। তারা সুপার আটে একটি ম্য়াচও জিততে পারেনি। ওদিকে নাজমুল হোসেইন শান্তদের নেট রান রেট -২.৪৮৯। তাদের শুধু পরের ম্যাচে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালেই হবে না, তবে আশা করতে হবে যে, ভারতও যেন অস্ট্রেলিয়াকে বেশ বড় ব্যবধানে হারায়। দেখতে গেলে যা অসম্ভব হতে চলেছে।

 

আরও পড়ুন: এই ৫ শর্তেই বসছেন হটসিটে, দলে ঢুকেই ৪ মহারথীকে সরাবেন! কাঁপুনি ধরানো নীলনকশা জিজি-র

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *