ভগবানগোলা ও বরানগর উপনির্বাচনের ভোটের ফলপ্রকাশের আজ এক মাস পূর্তি। নির্বাচিত হওয়ার পর একমাস কেটে গেলেও এখনও শপথই নিতে পারেননি তৃণমূলের নবনির্বাচিত এই দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকার। ফলে কাজকর্ম সব বিশ বাঁও জলে। এদিনই শহরে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষ পাওয়া খবর পর্যন্ত রাজ্যপালের তরফে শপথ নিয়ে নতুন করে আর কোনও বার্তা পাননি সায়ন্তিকা রায়াত। একমাস ধরে ধরনায় বসছেন রায়াত এবং সায়ন্তিকা। আর কতদিন চলবে এমন অবস্থা, প্রশ্ন দুই বিধায়কের। রাজনীতির দাঁওপ্যাঁচ? শপথে গড়িমসি কেন? শেষমেষ জল কোন দিকে গড়াবে? রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক সিদ্ধান্ত নেবেন? সেইদিকেই নজর থাকবে আমাদের। আপাতত আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version