মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা এবং প্রচণ্ড হাওয়ার মধ্যেই অভিযাত্রীরা তাঁদের অভিযান শেষ করেন। সেখানে আধ ঘণ্টা থাকার পর তাঁরা সুরজতাল,সুজন সরোবর, কাদনি খাল মদমহেশ্বর হয়ে শুক্রবার তারা হরিদ্বারে ফেরেন। প্রত্যেকেই সুস্থ রয়েছেন।
এই অভিযানে বিধায়ক সহ অভিযাত্রীদের গাইড ছিলেন সোহম সিং বিস্ত শেরপা। বিধায়ক অরুনাভ সেন জানান, উত্তরাখণ্ডের এই অভিযানের পথ ছিল অত্য়ন্ত দুর্গম। অভিযান করতে সময় লেগেছিল সাত দিন। আগামীদিনে আরও দুর্গম পথে অভিযানের ইচ্ছে প্রকাশ করেছেন বিধায়ক অরুনাভ সেন। তিনি আরও বলেন, ‘দুর্গম পথে ট্রেকিং করারা আমার কাছে চ্য়ালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ নিয়ে বাঁচার একটা আলাদা আনন্দ রয়েছে। রাজনীতি এবং ট্রেকিং দুই ক্ষেত্রেই তা প্রযোজ্য।’
বিধায়কের কথায়, ছোট থেকেই তাঁকে পাহাড় টানে। পর্বতারোহণ নিয়ে তিনি প্রথাগত শিক্ষাও নিতে চেয়েছিলেন। কিন্তু, ফুটবল খেলতে গিয়ে তাঁর পায়ে চোট লাগে। আর সেই কারণে এই ইচ্ছে তিনি আর বাস্তবায়িত করতে পারেননি। তবে পর্বতারোহণের নেশা তিনি ছাড়েননি। রাজনীতি থেকে সামান্য় সময় সুযোগ পেলেই তিনি পৌঁছে যান পর্বতারোহণে। আগামীদিনেও এই ধরনের চ্যালেঞ্জ তিনি দুই বাহু খুলে গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
