মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল সৈনিক হিসেবে বেছে নেওয়া হয়েছিল সুপ্তি পাণ্ডেকে। এই কেন্দ্র তৃণমূলের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। আর স্বাভাবিক ভাবেই সেখানে জয় হয়েছে সুপ্তি পাণ্ডের। তবে মানিকতলায় সাধন পাণ্ডের জায়গায় আজ সুপ্তি পাণ্ডে। মানিকতলায় রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ হয়েছে তাঁর। ৬০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে বাবার পদে মা জিতে আসতেই আবেগে ভাসলেন মেয়ে শ্রেয়া। দুরন্ত ফলের পর লোকসভা ও বিধানসভার রেজাল্ট নিয়ে তুলনা করলেন তিনি। এমনকী জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়েও মুখ খুললেন সুপ্তি পাণ্ডে। উচ্ছ্বাস তৃণমূল শিবিরেও। এখন মানিকতলা সেজে উঠেছে সবুজ রাজ্যের শাসক দলের আবিরে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।