Nadia Fraud Case : বিখ্যাত ব্যবসায়ী নাম ভাঙিয়ে প্রতারণা, নয়া উপায়ে জালিয়াতির ফাঁদ – cheating lakhs of rupees clothes using by famous cloth merchant fake check in fulia watch video


প্রতিষ্ঠিত এক তাঁত বস্ত্র ব্যবসায়ীর চেক ব্যবহার করে ধারে লাখ লাখ টাকার কাপড় কিনে বিভিন্ন ব্যবসায়ীদের প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক, উদ্ধার তার ছবি দেওয়া বারোটি আলাদা আলাদা পরিচয় পত্র। নদিয়ার ফুলিয়া পরেশনাথপুরের প্রখ্যাত কাপড়ের ব্যবসায়ী পরিমল বসাকের নাম ভাঙিয়ে ওই এলাকারই উজ্জ্বল মৈত্র দীর্ঘদিন ধরে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চেকের মাধ্যমে ধারে কাপড় কিনে টাকা পরিশোধ করেন না। এমনই অভিযোগ শান্তিপুরের নানান তাঁত বস্ত্র ব্যবসায়ীদের। শান্তিপুর নিশ্চিন্তপুরের ব্যবসায়ী বাপ্পাদিত্য খার কাছে উজ্জ্বল মিত্র নামে ওই ব্যক্তি পরিমল বসাকের নাম ভাঙিয়ে ফোন করেন কিছু মূল্যবান কাপড় নেওয়ার জন্য। তবে সামান্য কিছু ক্যাশ দিলেও বেশিরভাগ চেকে প্রদান করতে চান তিনি। যথারীতি বাপাদিত্য খাফুলিয়ার ওই এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে জানতে পারেন পরিমল বসাক নামে একজন প্রকৃত প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী রয়েছেন। তবে তিনি ভূণাক্ষরেও জানেন না পরিমল বসাক নামে ওই ক্রেতার প্রকৃতপক্ষে নাম উজ্জ্বল মৈত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *