Skip to content
রোজকার ডায়েটের মেনুতে সবচেয়ে পছন্দের মুরগির মাংস পাওয়া নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। দাম বাড়তে পারে মুরগির মাংসের। আর এই নিয়েই চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। একদিনে সবজির আগুন দাম, আর তাতেই লাগাম টানতে টাস্কফোর্স হানা দিচ্ছে বাজারে। কিন্তু তাতেও লাভ হয়নি বিশেষ। এরই মাঝে চিন্তা বাড়াচ্ছে মুরগির মাংস। ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। আর তাই মুরগির মাংসের যোগান নিয়ে চিন্তা। চাহিদা থাকলেও জোগান নেই, আর তাই চিন্তায় ব্যবসায়ী থেকে ক্রেতারা। আসুন দেখে নিন এই ভিডিয়ো।
Source link