দলে ‘লোভী’ নেতা-কর্মীদের প্রয়োজন নেই, ২১-এর মঞ্চ থেকে স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোভের বশবর্তী হয়ে কেউ অন্যায় করলে, দল কোনওভাবেই রেয়াত করবে না, এদিনের মঞ্চ থেকে পরিষ্কার নির্দেশ দেন কর্মীদের। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে মমতা বলেন, ‘যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেব। আমি চাই আপনারা গরিব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই।’ এদিনের সভায় স্পষ্ট ভাষায় নেত্রী বলেন, ‘আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই।’তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ থেকে তৃণমূল নেত্রীর বক্তব্যের আগেই সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, কর্মীদের ‘সংযত’ হওয়ার ব্যাপারে। আরেক ধাপ এগিয়ে দলনেত্রীর নির্দেশ, ‘আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’

লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন এসেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। উপনির্বাচনে ৪টি আসন দখল করেছে তৃণমূল। তবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। দুর্নীতির সঙ্গে যেন কোনওভাবেই আপস না করা হয়, সে ব্যাপারে এদিনের সভা থেকে কড়া নির্দেশিকা দেন মমতা।

তাঁর কথায়, ‘আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’ লোভ সংবরণ করার ব্যাপারে কর্মীদের দলনেত্রীর বার্তা, ‘মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর-মন ভাল থাকে। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার, সাইকেলে ঘোরা ভাল।’

ওপারের অসহায় মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেবে এপার, বাংলাদেশ নিয়ে ‘মমতাময়ী’ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ‘তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।’ এমনকী, দলের যে কোনও স্তরের নেতৃত্ব অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মমতা বলেন, ‘অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version