লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন এসেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। উপনির্বাচনে ৪টি আসন দখল করেছে তৃণমূল। তবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। দুর্নীতির সঙ্গে যেন কোনওভাবেই আপস না করা হয়, সে ব্যাপারে এদিনের সভা থেকে কড়া নির্দেশিকা দেন মমতা।
তাঁর কথায়, ‘আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।’ লোভ সংবরণ করার ব্যাপারে কর্মীদের দলনেত্রীর বার্তা, ‘মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভাল। তাতে শরীর-মন ভাল থাকে। বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটার, সাইকেলে ঘোরা ভাল।’
তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ‘তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে। যেখানে যেখানে জিতেছেন, সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে যেখানে আমরা জিতনি, সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন।’ এমনকী, দলের যে কোনও স্তরের নেতৃত্ব অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মমতা বলেন, ‘অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না।’