আজ একুশে জুলাই রবিবার কলকাতায় শহীদ সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব, আর সেই শহীদ সভা সফল করতে আগে থেকেই বিভিন্ন প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই কর্মীদের সাহায্যের হাত বাড়াতে এবং কর্মীদের শারীরিক দিক নজর রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যেখানে কর্মীদের দেওয়া হচ্ছে জল ও শুকনো খাবারের পাশাপাশি কর্মীদের শারীরিক দিক নজর রাখার জন্য খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। নেত্রীর পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি কর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি।