গত প্রায় দেড় মাস তাঁকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। দলের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মেগা সমাবেশ থেকেই সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এই একমাস ব্যাপী দলের নেতা-কর্মীদের কাজের পর্যালোচনা করেছেন তিনি।
” />
২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, গত দেড় মাস ধরে রাজ্যের প্রতিটি জেলার নেতাদের কাজের পর্যালোচনা করা হয়েছে। লোকসভা নির্বাচনের সময় কে, কোথায়, দলের জন্য কতোটা কাজ করেছেন, তার পর্যালোচনা করা হয়েছে। লোকসভা নির্বাচনে যাঁরা ঠিকমতো কাজ করেননি, তাঁদের বিরুদ্ধে তিন মাসের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক এদিন বলেন, ‘এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন।’
অভিষেক এদিনের বক্তৃতায় স্পষ্ট ভাষায় জানান, যে প্রতিনিধিরা পঞ্চায়েত বা পুরসভায় জিতেছেন, কিন্তু পরবর্তীকালে বিধানসভা বা লোকসভা নির্বাচনে দলকে জেতানোর জন্য কাজ করেননি, দলের হয়ে মাঠে নামেননি, তাঁদের প্রতি নজর রাখছে দলের শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত বা পুরসভা জিতে গিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।
অভিষেক এদিন বলেন, ‘আমি কাউন্সিলরের টিকিট পাবো আর জিতব, লোকসভা-বিধানসভায় ওই এলাকায় দল প্রত্যাশিত ফল করবে না, সেটা চলবে না। দল কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যত বড়ো নেতার ছত্রছায়ায় আপনি থাকুন না কেন!’ দলের সেনাপতির বার্তা, নিজের নির্বাচনের জন্য আপনারা যে পরিশ্রমটা করেন, বাকি নির্বাচনগুলোতেও সেই পরিশ্রমটাও করতে হবে।