Main Mulayam Singh Yadav : বড় পর্দায় মুলায়ম সিং যাদবের জীবন কাহিনি, কেমন হল ছবি? – main mulayam singh yadav cinema based on samajwadi party founder know what actor amit shetty said watch video


সমাজবাদি পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। তাঁর জীবন নিয়েই বড় পর্দায় মুক্ত পেয়েছে ম্যায় মুলায়ম। ২৬ জুলাই মুক্তি পেয়েছে এই ছবি। সম্প্রতি কলকাতায় হয়ে গিয়েছে তারই প্রমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ছবিতে মুলায়ম সিং যাদবের ভূমিকায় অভিনয় করেছেন অমিত শেঠি। শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রণজয় বিষ্ণু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জরিনা ওয়াহাব এবং মুকিশ তিওয়ারি। ছবি নিয়ে কী জানিয়েছেন তাঁরা শুনে নেব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *