RG Kar Hospital : আরজি করের পড়ুয়াদের দাবিকে মান্যতা, নয়া সুপার সহ ৪ জনকে বদলি – rg kar hospital superintendent including four officials transfer by health department


স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে ‘হতাশা’ প্রকাশ করেছিলেন আরজি কর হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের দাবি পূরণের ‘মৌখিক’ আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলকারীদের দাবি মানল স্বাস্থ্যভবন। আরজি কর হাসপাতালের নব নিযুক্ত সুপার সহ চারজনকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হল।বুধবার স্বাস্থ্যভবনে গিয়ে চার দফা দাবি পেশ করেন চিকিৎসকরা। এর মধ্যে হাসপাতালের সুপার সহ হামলার ঘটনার দিন দায়িত্বে থাকা আধিকারিকদের অপসারণের দাবি জানিয়েছিলেন তাঁরা। স্বাস্থ্যভবনের শীর্ষ কর্তাদের এক ঘণ্টা সময়ও দেওয়া হয়েছিল তাঁদের তরফে। এরপর ‘মৌখিক’ আশ্বাস পেয়ে স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে আসেন আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্যরা।

কয়েক ঘণ্টার মধ্যে পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালের সুপার, অতিরিক্ত সুপার, সদ্য দায়িত্বে আসা অধ্যক্ষ এবং চেস্ট মেডিসিনের প্রধানকে বদলির নির্দেশ দিল স্বাস্থ্যভবন। আরজি করের বর্তমান অধ্যক্ষ সুহৃতা পাল এবং সুপার বুলবুল মুখোপাধ্যায় সহ চারজনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হল বুধবার রাতেই।

RG Kar Case Latest News : আরজি করে ফের ফরেন্সিক টিম, সিজিওতে জিজ্ঞাসাবাদ নতুন সুপারকে
এদিন স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ‘আমরা এখানে বিচার চাইতে আসিনি। আদালতের নির্দেশে তদন্ত চলছে।’ তাঁদের কথায়, ‘আমরা এখানে এসেছিলাম কিছু দাবি নিয়ে।’ তাঁদের দাবি ছিল, আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার দিন যাঁরা দায়িত্বে ছিলেন, আরজি কর হাসপাতালে হামলার ঘটনার দিন যাঁরা দায়িত্বে ছিলেন, সকলকেই অপসারণ করতে হবে। পাশাপাশি, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য, সন্দীপ ঘোষ বর্তমানে হাইকোর্টের নির্দেশে ছুটিতে রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *