আরজি কর কাণ্ডে নিয়ে উত্তাল বাংলা থেকে গোটা দেশ। এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় বইছে। আরজি করের নির্যাতিতার দ্রুত ন্যায়বিচারের দাবিতে সকল স্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। এই নিয়ে এবারে মন্তব্য করলেন বীরভুমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সিউড়ির সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় বলেন, ‘সবাই চাইছে দোষীর শাস্তি হোক, ফাঁসি হোক (RG Kar Incident)। সেই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মত করে চাইছে। সেটা যত দ্রুত হয় সেটাই কাম্য।’ পাশাপাশি তিনি বলেন যে, ‘এটা সরকার বদলানোর জন্য নয়, এটা সমাজ বদলানোর আন্দোলন। সমাজকে বদলানোর দরকার সেটাই সবাই চাই।’ এদিন রামপুরহাট হাসপাতালে কর্মবিরতি প্রসঙ্গেও মন্তব্য করলেন তিনি। ঠিক কী বললেন আসুন জেনে নিন এই ভিডিয়োতে।