Polygraph Test,আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি আদালতের – cbi allowed to conduct polygraph test in rg kar accused sanjay roy


আরজি কর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে কাটল জটিলতা। সূত্রের খবর, শুক্রবার দুপুরে শিয়ালদা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পলিগ্রাফ পরীক্ষার বিষয়ে সম্মতি দিয়েছেন।উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, শুক্রবার বিকেল ৫টার মধ্যে শিয়ালদা কোর্টের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেন এই বিষয়ে নির্দেশ দেয়। সেই সম্মতি পাওয়ার পর সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা এখন শুধু সময়ের অপেক্ষা।

তদন্তকারীরা মনে করছেন পলিগ্রাফ পরীক্ষায় তদন্তে নয়া মোড় আসতে পারে। এক্ষেত্রে অভিযুক্তের হৃদস্পন্দন, ব্লাড প্রেসার, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা ইত্যাদি পরিমাপ করা হয়। বিভিন্ন প্রশ্ন করেন তদন্তকারীরা। অভিযুক্ত সত্যি বলছে কিনা, তা জানার ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য পরীক্ষা হল পলিগ্রাফ টেস্ট।

RG Kar Incident: নিরাপত্তা প্রশ্নের মুখে, আরজি করে চলবে কর্মবিরতি?

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষার জন্য সিবিআই-এর তরফে শিয়ালদা আদালতে আবেদন জানানো হয়েছিল মঙ্গলবার। শুক্রবার অভিযুক্তকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় শিয়ালদা আদালতে। সিজিও থেকে তাঁকে বার করার সময় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করা হয়। রাস্তাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সিজিও থেকে বার হাওয়ার মুখে সংবাদ মাধ্যমের তরফে একাধিক প্রশ্ন করা হলেও মুখে কুলুপ এঁটেছিল অভিযুক্ত। এ দিন শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

পলিগ্রাফ টেস্টই আরজি কর কাণ্ডের তদন্তে দিশা দেখাবে? কী ভাবে হয় পরীক্ষা?

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি করে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *