হঠাৎ আরজি করের মর্গে হাজির হলেন সিবিআইয়ের গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল মৃতদেহ সংরক্ষণের বিভাগ পরিদর্শন করে। আরজি করের হাসপাতালের মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগের তদন্ত করতেই এদিন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আসেন বলেই সূত্রের খবর।সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এদিন আরজি কর হাসপাতালে পৌঁছন। এর আগে আরজি কর হাসাতালের জরুরি বিভাগের বিল্ডিং, সেমিনার হলে তদন্ত চালানো হলেও এদিন তাঁরা সোজা হাসপাতালের মর্গে যান। সেখানকার কর্মীদের সঙ্গে কথাও বলেন সিবিআই আধিকারিকরা। মর্গের বিভিন্ন তথ্য এবং নথিপত্র যাচাই করেন তাঁরা।

Firhad Hakim On Nabanna Abhijan: নবান্ন অভিযানে কেন এত নিরাপত্তার কড়াকড়ি? উত্তর দিলেন ফিরহাদ

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনার পাশাপাশি মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতেও তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা। মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির পাশাপাশি তাঁর আমলে হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ লোপাটের অভিযোগ উঠেছিল। পাশাপাশি, হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগও সামনে আসে। অভিযোগের তালিকায় রয়েছেন সন্দীপের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ফরন্সিকের শিক্ষক দেবাশিস সোমও।

পলিটিক্স-প্যাঁচে লঘু হচ্ছে আরজি কর আন্দোলন?
সেই সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করতে ও তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই এদিন আরজি করের মর্গে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা হানা দেন। অন্যদিকে, আজকেও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টানা প্রায় ১৪ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। সব মিলিয়ে সন্দীপকে প্রায় ১০০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হাসপাতালের মর্গ থেকে দেহ লোপাট-সহ একাধিক বিষয়ে নানা তথ্য সিবিআই আধিকারিকদের হাতে উঠে এসেছে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version