আরজি কর কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। তাদেরই নিশানা করে কটাক্ষ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের। শুধু তাই নয়, এই কাণ্ডে নাগরিক থেকে সেলেব্রিটি-দের রাস্তায় নামা নিয়েও কটাক্ষ করেন অভিনেতা বিধায়ক। কাঞ্চন বলেন,মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআই তদন্তের কথা। এখন মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি তৈরী করে দোষীর শাস্তি কাল হবে?নবান্ন অভিযান লাল বাজার অভিযান করে কি লাভ? লালবাজার কি শাস্তি দেবে। বলছে নবান্ন চলো, আচ্ছা নবান্ন থেকে কি বেরোবে? শাস্তি বেরোবে। আসলে বিষয়ের অভিমুখ তাকে পাল্টে দেওয়া হচ্ছে।আমরাও শাস্তি চাইছি।দোষীর অতিসত্বর শাস্তি চাইছি।