Rituparna Sengupta: শ্যামবাজারে হেনস্থার মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত, কী বলছেন তারকারা? – rituparna sengupta face trouble in shyambazar crossing during rg kar protest


আরজি কর কাণ্ডে প্রতিবাদের আগুনে জ্বলছে পুরো রাজ্যে। দফায় দফায় রাস্তায় নেমে চলছে প্রতিবাদ মিছিল। ৪ অগস্ট বুধবারও রাতে আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সেই মতোই রাত ৯ টা থেকে শুরু হয় প্রতিবাদ। কণ্ঠে সবার একটাই স্লোগান ‘জাস্টিস ফর আরজি কর’। এই একই ছবি দেখা গিয়েছে শ্যামবাজারেও। প্রতিবাদে সামিল হয়েছিলেন টলিপাড়ার অনেকেই। সেখানেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে প্রথমে ওঠে গো-ব্যাক স্লোগান। তাঁর গাড়ির উপরেও সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়েন অভিনেত্রী। আসুন দেখে নিন ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *